""

খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে পাহাড়ি শিক্ষার্থীদের ওপর সেটলারদের হামলা!

সেটলারদের হামলায় আহত এক শিক্ষার্থী। ছবি: প্রতিনিধি


খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪

খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে পাহাড়ি শিক্ষার্থীদের ওপর একদল সেটলার বাঙালি হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে কয়েকজন পাহাড়ি শিক্ষার্থী আহত হয়েছেন।

আজ সোমবার (৯ ডিসেম্বর ২০২৪) বিকাল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে।

জানা যায়, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সেটলার বাঙালি শিক্ষার্থীরা বেশ কিছুদিন ধরে পাহাড়ি শিক্ষার্থীদের নানাভাবে হেনস্তা করে আসছে। আজ বিকাল সাড়ে ৩টার সময় ক্লাস-পরীক্ষা শেষে পাহাড়ি শিক্ষার্থীরা বাড়ি যাওয়ার জন্য বের হলে মূল গেটের বাইরে অবস্থানরত কয়েকজন সেটলার শিক্ষার্থী পাহাড়ি শিক্ষার্থীদের ডেকে আবারো হেনস্তা করতে থাকলে পাহাড়ি শিক্ষার্থীরা তাতে প্রতিবাদ জানায়। এতে উভয়ের মধ্যে কিছুটা কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সেটলার শিক্ষার্থীরা আরো কয়েকজন সেটলার বাঙালিকে তাদের সাথে যুক্ত করে। পরে ১০-১৫ জন সেটলার বাঙালি রামদা, ছুরি, লাঠিসোটা দিয়ে পাহাড়ি শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ও ধাওয়া করে।

হামলায় ৮ম শ্রেণির এক শিক্ষার্থীসহ কয়েকজন পাহাড়ি শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments