""

লংগদুতে সেনাবাহিনী কর্তৃক ব্রাশফায়ারে এক পাহাড়ি যুবককে হত্যা!

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫

রাঙামাটির লংগদু উপজেলায় বিশেষ অভিযানের নামে সেনাবাহিনী কর্তৃক ব্রাশফায়ার করে এক পাহাড়ি যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। 

আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি ২০২৪) সকালে লংগদু সদর ইউনিয়নের কিজিংছড়া নামক স্থানে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

জানা যায়, গতকাল বুধবার গভীর রাতে লংগদু জোনের (৩ বীর) জোন কমান্ডার লে. কর্নেল হিমেল মিয়া-এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল কিজিংছড়া এলাকায় যায়। আজ (বৃহস্পতিবার) ভোর ৬টার দিকে উক্ত সেনা দলটি ওই এলাকায় বেশ কয়েক রাউন্ড ব্রাশফায়ার করে এবং এক যুবককে হত্যার পর ‘সন্ত্রাসীদের সাথে গোলাগুলি’র নাটক সাজায় এবং ‘অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম’ উদ্ধার দেখায়। যা ইতিপূর্বে বিভিন্ন সময় সেনাবাহিনী এ ধরনের ‘গোলাগুলি ও অস্ত্র-সরঞ্জাম’ উদ্ধারের নাটক সাজিয়ে বিচার বহির্ভুত হত্যাকাণ্ড ঘটিয়েছে।

সেনাবাহিনী পক্ষ থেকে নিহত যুবককে ইউপিডিএফের সদস্য দাবি করা হলেও দলটির সংশ্লিষ্ট নেতারা তা অস্বীকার করেছেন।

নিহত যুবকের নাম ম্রেঅং মারমা বলে জানা গেছে। তাকে অন্য কোথা থেকে ধরে নিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।

এদিকে, ঘটনাটি লংগদু উপজেলায় ঘটলেও আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনাটিকে নানিয়াচর উপজেলার পেরাছড়া এলাকায় উল্লেখ করা হয়েছে। প্রকৃত অর্থে নানিয়াচরে সে ধরনের কোন ঘটনা ঘটেনি। এতেই আরো বেশি স্পষ্ট হয় যে ঘটনাটি ছিল পরিকল্পিত সাজানো নাটক। 

প্রসঙ্গত, লংগদুতে আজকের এই ব্রাশফায়ারে হত্যার ঘটনাটি ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ড. ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর দ্বারা দ্বিতীয় বিচার বহির্ভুত হত্যার ঘটনা। এর আগে গত নভেম্বর মাসে বান্দরবানে একইভাবে ‘কেএনএফের সাথে গোলাগুলির’ নাটক সাজিয়ে এক নারীসহ ৩ জনকে হত্যা করা হয়েছিল।

এদিকে, লংগদু থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments