""

লংগদুর ভেইবোনছড়ায় এক পাহাড়ির রেকর্ডিয় জমিতে সেটলার বাঙালির ঘর নির্মাণ!


লংগদু প্রতিনিধি, সিএইচটি নিউজ

রবিবার, ৫ জানুয়ারি ২০২৫

রাঙামাটির লংগদু উপজেলার ভেইবোনছড়ায় মো. বাশার নামে এক সেটলার বাঙালি রাঙাচান চাকমা নামে এক পাহাড়ির রেকর্ডিয় জমি বেদখল করতে সেখানে একটি ঝুপড়ি ঘর নির্মাণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ রবিবার (৫ জানুয়ারি ২০২৫) বেলা ২টায় মো. বাশার রাঙাচান চাকমার জমিতে ঝুপড়ি ঘর নির্মাণ করে সেখানে বসতি শুরু করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

উক্ত জমিটি রাঙাচান চাকমার পিতার নামে ১৯৭৪ সালে রেকর্ডীয়। জমির পরিমাণ ৫ একর।

উল্লখ্য, দীর্ঘদিন যাবত মো. বাশার উক্ত জমি বেদখল করার চেষ্টা করে আসছে। আর রাঙাচান চাকমাও এতে বাধা দিয়ে আসছিলেন। এক পর্যায়ে রাঙাচান চাকমা এই সমস্যার সমাধান পাওয়ার জন্য আদালতে মামলা করেন। ফলে জমির সমস্যাটি বর্তমানে মামলাধীন রয়েছে। এ অবস্থায় মো. বাশার জমিটি বেদখলের তৎপর হয়ে উঠেছে।

বর্তমানে লংগদুর বিভিন্ন এলাকায় সেনা অপারেশন চলছে। এতে লোকজন আতঙ্কে দিনযাপন করছেন। এই সময়ে মো. বাশারের জমি বেদখলের চেষ্টা সেনাবাহিনীর ইন্ধন থাকতে পারে বলে এলাকাবাসী মনে করছেন। তারা (এলাকাবাসী) অবিলম্বে জুমি বেদখলকারী মো. বাশারের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নিয়ে রাঙাচান চাকমার জমি দখলমুক্ত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।  



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments