""

এইচআরডব্লিউ’র রিপোর্টে মাইকেল চাকমা গুমের ঘটনা নিয়ে যা বলা হয়েছে


সিএইচটি নিউজ ডেস্ক
বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) “After the Monsoon Revolution: A Roadmap to Lasting Security Sector Reform in Bangladesh,” শিরোনামে প্রকাশিত রিপোর্টে পার্বত্য চট্টগ্রামের অধিকার কর্মী মাইকেল চাকমা গুমের শিকার হওয়ার ঘটনাটিও গুরুত্ব দিয়ে তুলে ধরেছে।

সোমবার (২৭ জানুয়ারি ২০২৫) সংস্থাটি ৫০ পৃষ্ঠার এ রিপোর্টটি প্রকাশ করে। রিপোর্টে জুলাই আন্দোলন, খুন-গুমসহ বাংলাদেশের নানা বিষয়ে তুলে ধরা হয়েছে। এতে র‌্যাব বিলুপ্তির সুপারিশও করা হয়েছে।

রিপোর্টে মাইকেল চাকমা’র গুমের ঘটনা তুলে ধরে বলা হয়, আদিবাসী অধিকার কর্মী মাইকেল চাকমা ৯ এপ্রিল, ২০১৯ তারিখে নিখোঁজ হন। সরকার হাইকোর্ট, জাতীয় মানবাধিকার কমিশন এবং নির্যাতনের বিরুদ্ধে জাতিসংঘের কমিটি থেকে তার মামলার তদন্তকে উপেক্ষা করে। ২১ মে মাইকেলের বোনের রিট পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পাঁচ সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। পুলিশ মহাপরিদর্শক জানিয়েছিলেন “বাংলাদেশের কোনো কারাগারে মাইকেল চাকমা নামে কাউকে পাওয়া যায়নি”।

পাঁচ বছর তিন মাসের অধিক গুমের বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার পর মাইকেল চাকমা।

মাইকেল চাকমার বরাত দিয়ে রিপোর্টে বলা হয়, তিনি জানান, চার-পাঁচজন লোক তাকে একটি চায়ের দোকান থেকে তুলে নিয়ে যায়, যারা দাবি করে যে তারা আইন প্রয়োগকারী সংস্থার কর্মী। তারা তাকে একটি মাইক্রোবাসে তুলে, চোখ বেঁধে, আটক স্থানে নিয়ে যায় এবং একটি কক্ষে রেখে দেয়। তারা তাকে পার্বত্য চট্টগ্রামের আদিবাসী কর্মীদের বিক্ষোভ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে।

আটকের সময়, বিশেষ করে প্রথম সপ্তাহগুলিতে, চাকমা বলেন যে তাকে নির্যাতন করা হয়েছিল। তিনি বলেন যে চোখ বেঁধে, অফিসাররা তাকে পিঠের পিছনে হাত রেখে একটি চেয়ারে বেঁধে রাখত, তাকে বিশ্বাস করাত যে তাকে বৈদ্যুতিক চেয়ারে বন্দী করা হচ্ছে এবং যদি সে তাদের তথ্য না দেয় তবে তাকে বিদ্যুৎস্পৃষ্ট করে হত্যা করার হুমকি দিত। একজন অফিসার তাকে বলেছিলেন, "আমরা তোমাকে ৩০ বছর ধরে এখানে রাখতে পারি এবং কেউ তোমাকে কখনও খুঁজে পাবে না।"

রিপোর্টে বলা হয়, “চাকমা বলেছিলেন যে কিছু অফিসার অবশেষে অনুশোচনা বোধ করেন এবং তাকে বলেছিলেন যে তারা জানেন যে তারা যা করছে তা লঙ্ঘন, কিন্তু "তারা বাধ্য ছিল এটা করতে," তাকে বলে যে  "আমরা যদি না করি, আমরা আমাদের চাকরি হারাবো”।

হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার কিছু সময়ের পরেই গুমের শিকার হওয়া মাইকেল চাকমাসহ তিন জন মুক্তি পান বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। 



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments