রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫
জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা রাঙামাটির
বন্দুকভাঙ্গা ইউনিয়নের মারিচুগ মোনে(পাহাড়) বসবাসরত লোকজনকে দুই দিনের মধ্যে এলাকা
ত্যাগ করে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দিয়েছে বলে খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, এক মাসের অধিক অবস্থান করার পর
গতকাল (৫ ফেব্রুয়ারি) দুপুরে মারিচুগ থেকে সেনাবাহিনী চলে যাওয়ার পর পরই জেএসএস সন্তু
গ্রুপের একদল সশস্ত্র সদস্য উক্ত এলাকায় যায় এবং এলোপাতাড়ি ফাঁকা ব্রাশ ফায়ার করতে
থাকে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে সন্তু গ্রুপের সশস্ত্র কমান্ডার দীপ্ত
মারিচুগে অবস্থানরত ৮/৯ টি পরিবারের সদস্যদের ডেকে যার যা জিনিসপত্র আছে তা নিয়ে দুই
দিনের মধ্যে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দেয়।
আজ বৃহস্পতিবারও (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার
দিকে সন্তু গ্রুপের সদস্যরা উক্ত এলাকা থেকে ফাঁকা ব্রাশফায়ার করে বলে স্থানীয়রা জানান।
এদিকে, ব্রাশ ফায়ারের শব্দ শুনে তাৎক্ষণিকভাবে
বরকল উপজেলাধীন শুভলং ইউনিয়নের রূপবান এবং রাঙামাটি সদর ইউনিয়নের মাছ্যাপাড়া গ্রামে
দু'দিক থেকে সেনাবাহিনীর দুইটি দল এসে উপস্থিত হয়। তারা লোকজনের কাছ থেকে মারিচুগ মোনে
যাওয়ার রাস্তা জিজ্ঞেস করেন। যদিও এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত (বেলা ৩টা) তারা সেদিকে
অগ্রসর হননি।
এলাকাবাসীর ধারণা সেনাবাহিনী এবং জেএসএস সন্তু
গ্রুপ গোপন আঁতাতে মারিচুগে সেনা ক্যাম্প স্থাপনের বৈধতা দানের জন্যই এমন ব্রাশফায়ার
করা হচ্ছে।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক মাছ্যাপাড়ার
একজন জনপ্রতিনিধি এ প্রতিবেদককে জানান, “এমনিতে মারিচুগে সেনাবাহিনী অবস্থানকালীন প্রায়
বিনা বেতনে সেনাবাহিনীর কাছে এলাকার লোকজনকে কুলিগিরি করতে হয়েছে। তার উপর সেনাবাহিনী
সেখান থেকে চলে যেতে না যেতেই জেএসএস’র সন্ত্রাসী কার্যকলাপে সংশ্লিষ্ট এলাকার লোকজন
ক্ষোভে ফুঁসে উঠছেন”।
তিনি জেএসএসকে এ ধরনের হঠকারী ও আত্মঘাতি
কার্যকলাপ অচিরেই বন্ধ করার আহ্বান জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।