""

পানছড়িতে ঘরবাড়িতে সেনাবাহিনীর তল্লাশি, এক যুবককে নির্যাতনের অভিযোগ


পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার রাঙাপানি ছড়া ও নাপিতা পাড়ায় পাহাড়িদের ঘরবাড়িতে সেনাবাহিনীর ব্যাপক তল্লাশি ও এক নিরীহ যুবককে শারিরীক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল ২০২৫) সকাল ৮টা থেকে দুপুর আনুমানিক ১২ টা পর্যন্ত এ হয়রানিমূলক তল্লাশি চালানো হয়।

স্থানীয়রা জানান, গতকাল বুধবার (২৩ এপ্রিল) প্রায় ২০০ জনের অধিক সেনাবাহিনীর সদস্য তালতলা নামক জায়গায় এসে অবস্থান নেয়। সেখান থেকে ৬০ জনের একদল সেনা সদস্য আজ (বৃহস্পতিবার) সকালে ৮ টার দিকে রাঙাপানি ছড়ার গগন চন্দ্র কার্বারী পাড়ায় গিয়ে কয়েকটি বাড়ি ঘেরাও করে। পরে সেখান থেকে নাপিতা পাড়ায় গিয়ে বৃষমুনি চাকমার দোকান ও দোকানের আশেপাশে বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি চালায়।

এ সময় সেনারা মাছ শিকারে যাওয়া স্থানীয় ৩ জন নিরীহ যুবককে আটক করে হয়রানিমূলক বিভিন্ন জিজ্ঞাসা করে এবং মোটা অংকের টাকার প্রলোভন দেখিয়ে ইউপিডিএফের অবস্থান দেখিয়ে দিতে বলে।

এদের মধ্যে একজন যুবককে সেনা সদস্যরা এক পাশে নিয়ে গিয়ে মাটিতে শুয়ে পড়তে বলে এবং অস্ত্র তাক করে ইউপিডিএফের অবস্থান দেখিয়ে না দিলে গুলি করে হত্যার হুমকি দেয়। এছাড়া সেনারা আরেক যুবককে শারিরীক নির্যাতন করে বলে জানিয়েছেন স্থানীয়রা।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







Post a Comment