সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ১২ এপ্রিল ২০২৫
পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের প্রধান সামাজিক উৎসব বৈ-সা-বি (বৈসুক-সাংগ্রাই-বিঝু...) উপলক্ষে সাজেকের মাজলঙে নদীতে ফুল নিবেদন করে নতুন বছরে সুখ-শান্তি ও মঙ্গল কামনা করা হয়েছে।
আজ শনিবার (১২ এপ্রিল ২০২৫) সকাল ১০টায় ‘বৈসাবি
উদযাপন কমিটি, মাজলং-এর উদ্যোগে ব্রীজ পাড়া থেকে র্যালি সহকারে মাজলং বাজার প্রদক্ষিণ
করে কাজলং নদীতে গিয়ে ফুল নিবেদনের মাধ্যমে সুখ-শান্তি ও মঙ্গল কামনা করা হয়।
ফুল প্রদান শেষে মাজলং মিলন পাড়া মাঠে সংক্ষিপ্ত
আলোচনা সভা করা হয়। এতে লেকন চাকমার সঞ্চালনায় ও ইউপিডিএফ সংগঠক রিয়েল চাকমার সভাপতিত্বে
বক্তব্য রাখেন সাজেক ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমা।
অতুলাল চাকমা বলেন, বিঝু শুধু উৎসব নয়, এটা
পাহাড়ের সকল জাতিসত্তার ঐক্যবদ্ধ থাকার চেতনাও। আনন্দঘন পরিবেশে, সুখে-শান্তিতে আমরা
আমাদের এই উৎসব পালন করতে চাই।
তিনি ভাইয়ে ভাইয়ে মারামারি, হানাহানি বন্ধ
করে ঐক্য-সংহতি জোরদার করার মাধ্যমে এক সাথে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষ হওয়ার পরে ত্রিপুরা জাতিসত্তাদের
ঐতিহ্যবাহী গরিয়া নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
![]() |
গরিয়া নৃত্যের দল। |
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।