""

বৈ-সা-বি উপলক্ষে সাজেকের মাজলঙে নদীতে ফুল নিবেদন


সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ

শনিবার, ১২ এপ্রিল ২০২৫

পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের প্রধান সামাজিক উৎসব বৈ-সা-বি (বৈসুক-সাংগ্রাই-বিঝু...) উপলক্ষে সাজেকের মাজলঙে নদীতে ফুল নিবেদন করে নতুন বছরে সুখ-শান্তি ও মঙ্গল কামনা করা হয়েছে। 

আজ শনিবার (১২ এপ্রিল ২০২৫) সকাল ১০টায় ‘বৈসাবি উদযাপন কমিটি, মাজলং-এর উদ্যোগে ব্রীজ পাড়া থেকে র‌্যালি সহকারে মাজলং বাজার প্রদক্ষিণ করে কাজলং নদীতে গিয়ে ফুল নিবেদনের মাধ্যমে সুখ-শান্তি ও মঙ্গল কামনা করা হয়।

ফুল প্রদান শেষে মাজলং মিলন পাড়া মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়। এতে লেকন চাকমার সঞ্চালনায় ও ইউপিডিএফ সংগঠক রিয়েল চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাজেক ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমা।

অতুলাল চাকমা বলেন, বিঝু শুধু উৎসব নয়, এটা পাহাড়ের সকল জাতিসত্তার ঐক্যবদ্ধ থাকার চেতনাও। আনন্দঘন পরিবেশে, সুখে-শান্তিতে আমরা আমাদের এই উৎসব পালন করতে চাই।

তিনি ভাইয়ে ভাইয়ে মারামারি, হানাহানি বন্ধ করে ঐক্য-সংহতি জোরদার করার মাধ্যমে এক সাথে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষ হওয়ার পরে ত্রিপুরা জাতিসত্তাদের ঐতিহ্যবাহী গরিয়া নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

 গরিয়া নৃত্যের দল। 


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







Post a Comment