কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধস্তের
ঘটনায় নিহতদের স্মরণে ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় রাঙামাটির কাউখালীতে জুম্ম শিক্ষার্থী
পরিবারের উদ্যোগে প্রদীপ প্রজ্বলন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) সন্ধ্যা ৭টায় কাউখালী সরকারি ডিগ্রি কলেজ কলেজ
সড়কে এই প্রদীপ প্রজ্বলন করা হয়। এতে কাউখালি সদরস্থ বিভিন্ন স্কুল, কলেজে অধ্যায়নরত
৬০ জনের অধিক শিক্ষার্থী স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ করেন এবং তারা প্রত্যেকে মোমবাতি সাথে
নিয়ে আসেন।
প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে কাউখালী সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির
শিক্ষার্থী পামং মার্মার সভাপতিত্বে ও এইচএসসি শিক্ষার্থী আলোড়ন চাকমার সঞ্চালনায় বক্তব্য
রাখেন পোয়াপাড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি শিক্ষার্থী সুইহ্লামং মারমা এবং
সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কাউখালি
উপজেলা সভাপতি জিপল চাকমা।
শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধস্তের ঘটনায় নিহতদের স্মরণ ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় এক মিনিট দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
বক্তারা বলেন, মাইলস্টোনে বিমান বিধস্তের ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক
প্রকাশ ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
তারা নিহতদের পরিবারবর্গকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সকল চিকিৎসার
খরচ বহন করার জন্য ড. ইউনুস সরকারের কাছে দাবি জানান এবং নিহতদের সঠিক সংখ্যা প্রকাশ
করারও আহ্বান জানান।
বক্তারা গতকালকের মতো এমন ঘটনা যাতে আর না ঘটে তার জন্য কারিগরি দক্ষতাসম্পন্ন
তদন্ত কমিটি গঠন করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ দেশবাসীকে জানাতে সরকারেরের
প্রতি আহ্বান জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।