""

সাজেকে সন্তু গ্রুপ কর্তৃক কার্বারিসহ ২ গ্রামবাসীকে শারীরিক নির্যাতনের অভিযোগ!

প্রতীকী ছবি

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ১২ জুলাই ২০২৫

রাঙামাটির সাজেক ইউনিয়নের জামপাড়া নামক স্থানে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা গ্রামের কার্বারিসহ ২ গ্রামবাসীকে শারীরিক নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শুক্রবার (১১ জুলাই ২০২৫) এ ঘটনা ঘটে বলে জানা যায়।

ভুক্তভোগীরা হলেন- জামপাড়া গ্রামের কার্বারি অলেন্দ্র ত্রিপুরা (৪৯) ও একই গ্রামের বাসিন্দা ফলেন ত্রিপুরা (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যার সময় সন্তু গ্রুপের একটি সশস্ত্র দল জামপাড়ায় গিয়ে অবস্থান নেয়। পরদিন তারা সেখান থেকে স্থান পরিবর্তন করে পাশের হাইস্যা পাড়ায় যায় এবং বর্তমানে সেখানে অবস্থান করছে।  

গতকাল (বৃহস্পতিবার) সকালে সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা জামপাড়া গ্রামের কার্বারি অলেন্দ্র ত্র্রিপুরাকে তাদের জন্য খাদ্য সরবরাহের নির্দেশ দেয়। নির্দেশ অনুসারে তিনি গ্রাম থেকে একটি শুকর ও প্রতি ঘর থেকে ১ কেজি চাউল উত্তোলন করে দেন।

কিন্তু এরপরও সন্ত্রাসীরা কার্বারি অলেন্দ্র ত্রিপুরা ও গ্রামের অপর বাসিন্দা ফলেন ত্রিপুরাকে মারধর করে বলে অভিযোগ উঠেছে।

অপরদিকে, কাজে বেরিয়ে পড়া কার্বারী অলেন্দ্র ত্রিপুরার ছোট ভাই দলেন্দ্র ত্রিপুরাকে (৪৫) আজ (১২ জুলাই) তাদের কাছে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে বলে জানা গেছে।

জেএসএস সন্তু গ্রুপের সন্ত্রাসীদের এমন অন্যায় কর্মকাণ্ডে এলাকার জনমনে চাপা ক্ষোভ বিরাজ করছে।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments