""

গুইমারায় ছড়া পারাপারের সুবিধার্থে বাঁশের সাঁকো নির্মাণ করে দিলো যুব ফোরামের কর্মীরা

গুইমারা প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ৪ জুলাই ২০২৫

খাগড়াছড়ির গুইমারা উপজেলার চৌধুরী পাড়ার তৈমাতাই ছড়া পারাপারের সুবিধার্থে একটি বাঁশের সাঁকো নির্মাণ করে দিয়েছেন গণতান্ত্রিক যুব ফোরামের গুইমারা-মাটিরাঙ্গা উপজেলার নেতা-কর্মীরা।

আজ শুক্রবার (৪ জুলাই ২০২৫) সকাল ১১টায় বাঁশের সাঁকোটি স্থানীয় জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

গত দুইদিন ধরে স্বেচ্ছাশ্রমে স্থানীয়ভাবে বাঁশ ও রশি সংগ্রহ করে এলাকার ছাত্র-যুবকদের সাথে নিয়ে যুব ফোরামের নেতা-কর্মীরা সাঁকোটি নির্মাণ করেন।

স্থানীয় এক মুরুব্বী বলেন, সাঁকোটি নির্মাণের ফলে এলাকার লোকজন ও স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের ছড়াটি পার হতে আর অসুবিধায় পড়তে হবে না।

যুব নেতা রিকেন চাকমা বলেন, ডিওয়াইএফ রাজনৈতিক কর্মসূচি ছাড়াও জনগণের সেবামূলক কাজ করে যাচ্ছে। জনগণের চলাচলের সুবিধার্থে এই সাধারণ বাঁশের সাঁকোটি নির্মাণও তারই অংশ। তিনি জনসেবামূলক কাজের পাশাপাশি রাজনৈতিক কর্মসূচিতেও সম্মিলিতভাবে এগিয়ে আসার জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানান।




সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments