""

গুইমারা বাজার থেকে এক যুবককে তুলে নিয়ে টাকা-মোবাইল কেড়ে নেয়ার অভিযোগ

রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

খাগড়াছড়ির গুইমারা বাজার থেকে সুজন্ত ত্রিপুরা (২২) নামে রামগড় এলাকার এক যুবককে তুলে নিয়ে টাকা, মোবাইল কেড়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী যুবকের বাড়ি রামগড়ের পাতাছড়া ইউনিয়নের জরিচন্দ্র পাড়ায়। তার পিতার নাম সবি কুমার ত্রিপুরা।

এ ঘটনার জন্য তিনি “নব্যমুখোশ’ দুর্বৃত্তদের দায়ি করেছেন।

জানা যায়, আজ মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) গুইমারা বাজারের সাপ্তাহিক হাটবার। ভুক্তভোগী সুজন্ত ত্রিপুরা বাগান থেকে কলা বিক্রি করতে গুইমারা বাজারে যান। বাজারে কলা বিক্রির সময় একদল সন্ত্রাসী তাকে তুলে নিয়ে যায়।

প্রথমে এ ঘটনা কেউ জানতে পারেনি। পরে তাকে না পেয়ে তার বন্ধুরা খোঁজাখুঁজি করতে থাকেন।

অনেক খোঁজাখুঁজির পর বিকাল সাড়ে ৪টার সময় তার বন্ধুরা তাকে খুঁজে পান। এ সময় তিনি আতঙ্কিত অবস্থায় তাকে ‘নব্যমুখোশরা’ তুলে নেয়ার ঘটনা তার বন্ধুদের জানান। দুর্বৃত্তরা তার এন্ড্রয়েড মোবাইল ও টাকাসহ সাথে যা ছিল সব কেড়ে নিয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

তবে তাকে চোখ বেঁধে দিয়ে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেটা তিনি বলতে পারেননি।

মুক্তি দেয়ার সময় দুর্বৃত্তরা তাকে নানা ভয় দেখায় এবং ইউপিডিএফের আয়োজিত মিছিল-মিটিঙে অংশ নিলে আবারো অপহরণসহ মৃত্যুর হুমকি দেয় বলে তিনি জানান।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments