""

মানিকগঞ্জে একাধিক ছাত্রীকে কুপ্রস্তাব দেয়া সেই শিক্ষা কর্মকর্তাকে বান্দরবানে বদলি!

শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান খান। ছবি : দৈনিক শিক্ষা ডটকম’র সৌজন্যে 

অনলাইন ডেস্ক, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

মানিকগঞ্জের সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের একাধিক ছাত্রীকে কুপ্রস্তাব দেয়া মোহাম্মদ মনিরুজ্জামান নামে এক শিক্ষা কর্মকর্তাকে বান্দরবানে বদলি করা হয়েছে বলে জানা গেছে।

গত ১৩ জুলাই ও ১৫ জুলাই অভিভাবকরা উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান খানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসানের কাছে পৃথকভাবে লিখিত অভিযোগ করেন।

এ অভিযোগের প্রেক্ষিতে মোহাম্মদ মনিরুজ্জামান খানকে বান্দরবান পার্বত্য জেলায় বদলী করা হয়েছে বলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে।

বুধবার (২৩ জুলাই) মো. মনিরুজ্জামান খানকে বদলি করার এ প্রজ্ঞাপন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এর আগে নিজ আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ উঠে তার বিরুদ্ধে।

ওই অভিযোগ তদন্তে গঠন করা হয় তিন সদস্যের কমিটি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আব্দুল্লাহ বিন শফিককে তদন্ত কমিটির প্রধান করা হয়। সবশেষ বিষয়টি তদন্তে উভয়পক্ষকে নিয়ে বৈঠকে বসেন তদন্ত কর্মকর্তা।

শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, তাদের মেয়েরা সিংগাইর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে মেয়েদের মোবাইল নম্বরে ও ফেসবুক মেসেঞ্জারে নানা সময় আপত্তিকর বার্তা ও কুপ্রস্তাব পাঠান। মেয়েদের কাছ থেকে তারা বিষয়টি জানতে পারেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিকী বলেন, একজন শিক্ষা কর্মকর্তা হিসেবে মেয়েদের সঙ্গে এটা করা ঠিক হয়নি। আগেও তার সম্পর্কে এমনটা শোনা গেছে।

সহকারী শিক্ষা মাধ্যমিক কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান খান নিজের দোষ স্বীকার করে বলেন, আপনি তো সবই জেনেছেন? তদন্তে আমি আমার দোষ স্বীকার করেছি, না করার উপায় নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহাগ বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে নেয়া হয়েছে। সহকারী কমিশনার তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সূত্র: দৈনিক শিক্ষা ডটকম

 


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments