পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২১ জুলাই ২০২৫
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার উত্তর ধুধুকছড়া এলাকা থেকে জেএসএস সন্তু গ্রুপের
সশস্ত্র সন্ত্রাসীরা অন্তত ৪ থেকে ৫ জন গ্রামবাসীকে অপহরণের খবর পাওয়া গেছে। তবে পরে
১ জনকে মারধর করার পর ও বাকীদের প্রাণনাশের হুমকি দিয়ে ছেড়ে দেওয়া হয়।
গতকাল রবিবার (২০ জুলাই ২০২৫) রাতে এ ঘটনা ঘটে বলে বিলম্বে পাওয়া খবরে জানা
গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্তু গ্রুপের ২০/২৫ জনের একটি সশস্ত্র দল রবিবার
রাত আনুমানিক ১১টার সময় উত্তর ধুধুকছড়া এলাকায় হানা দেয়। এ সময় সন্ত্রাসীরা বাড়ি ঘেরাও
করে প্রসেনজিৎ চাকমা (২৮), পিতা- তেজস কান্তি চাকমা (গীতাবাপ, বয়স ৪৫), তুনুমনি চাকমা
(৩৮), পিতা- পরাজমনি চাকমাসহ ৪/৫ জনকে অপহরণ করে নিয়ে যায়। এদের মধ্যে তুলুমনি চাকমাকে
সন্ত্রাসীরা শারিরীক নির্যাতন করে বলে জানা গেছে। নির্যাতনের কারণে তাকে হাসপাতালে
চিকিৎসা নিতে হয়েছে।
পরে তাদের কথা না শুনলে মেরে ফেলা হবে-এমন হুমকি দিয়ে সন্ত্রাসীরা তাদের
সবাইকে ছেড়ে দেয় বলে জানা গেছে।
উল্লেখ্য, সন্তু গ্রুপের সন্ত্রাসীদের খুন, অপহরণসহ নানা অপকর্মের কারণে
জনগণের প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা মাস দুয়েক আগে পানছড়ি সীমান্ত এলাকা থেকে পালিয়ে
যেতে বাধ্য হয়। গত কয়েকদিন আগে তারা আবার সীমান্তবর্তী রূপসেন পাড়া এলাকায় এসে অবস্থান নিয়েছে এবং সন্ত্রাসী
কর্মকাণ্ড শুরু করে দিয়েছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।