নান্যাচর প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায়
নিহতদের স্মরণে ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় নান্যাচরে প্রদীপ প্রজ্বলন করেছে বৃহত্তর
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও গণতান্ত্রিক যুব ফোরাম, নান্যাচর
উপজেলা শাখা।
আজ মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) সন্ধ্যা
৭টার সময় নান্যাচর সরকারি কলেজের শহীদ মিনারের পাদদেশে এই প্রদীপ প্রজ্বলন কর্মসূচি পালন
করা হয়।
নিহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে প্রদীপ প্রজ্বলন কর্মসূচি
শুরু হয়।
এতে সংক্ষিপ্ত বক্তব্য দেন, গণতান্ত্রিক যুব ফোরামের নান্যাচর উপজেলা শাখার
সভাপতি প্রিয়তন চাকমা। তিনি নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা
কামনা করেন।
তিনি বলেন, মাইলস্টোন স্কুল ও কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা সকলকে
নাড়া দিয়েছে। এ ধরনের ঘাতে আর না ঘটে সেজন্য ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ আইনি পদক্ষেপ
নিতে হবে।
তিনি ঘটনায় আহতদের চিকিৎসার যাবতীয় ব্যয় বহন করতে সরকারের প্রতি আহ্বান
জানান। একই সাথে সাম্প্রতিকালে খাগড়াছড়ির ভাইবোনছড়ায় কিশোরী শিক্ষার্থীর ওপর সংঘবদ্ধ
ধর্ষণের ঘটনায় জড়িত সকলকে গ্রেফতারপূর্বক দ্রুত সাজা কার্যকর করার দাবি জনান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।