""

খাগড়াছড়িতে গণধর্ষণের শিকার হয়ে এক পাহাড়ি কিশোরীর আত্মহত্যা চেষ্টার অভিযোগ

প্রতীকী ছবি

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১৬ জুলাই ২০২৫

খাগড়াছড়ির ভাইবোনছড়া এলাকায় কয়েকজন সেটলার যুবক কর্তৃক গণধর্ষণের শিকার হয়ে এক পাহাড়ি কিশোরী (১৪) বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা মেলার সময় ঘটলেও সম্প্রতি ওই কিশোরী আত্মহত্যার চেষ্টা করলে পরিবারের লোকজন তা জানতে পারে।

প্রাথমিক তথ্য ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, পানছড়ি উপজেলার লতিবান এলাকার ওই কিশোরী ভাইবোনছড়ায় অনুষ্ঠিত রথ মেলায় ঘুরতে আসে। মেলা শেষে রাত হয়ে যাওয়ায় সে বাড়ি ফিরতে না পেরে নিকটবর্তী (ভাইবোনছড়া বাজারের পাশে) এক কাকার বাসায় উঠে।

অভিযোগ উঠেছে, ওই দিন রাতে কয়েকজন সেটলার যুবক তাদের বাসায় প্রবেশ করে। তারা ওই কিশোরী এবং ঘরে থাকা এক যুবকের বিরুদ্ধে অবৈধ শারীরিক সম্পর্কের মিথ্যা অভিযোগ তোলে। এরপর তারা যুবকটিকে বেঁধে রেখে কিশোরীটিকে পালাক্রমে ধর্ষণ করে।

ঘটনার পর ওই কিশোরী মানসিকভাবে ভেঙে পড়লেও ভয়ে বা লজ্জায় বিষয়টি পরিবারকে জানাতে পারেনি। পরে সে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করে। এরপর চিকিৎসা শেষে জ্ঞান ফিরলে সে পরিবারের লোকজনকে ঘটনাটির বিস্তারিত জানালে ঘটনাটি জানাজানি হয়। 

ঘটনায় জড়িতদের মধ্যে ৬ জনের নাম উঠে এসেছে। এরা হলেন- ১। মো. মুনির ইসলাম (ভিডিপি সদস্য), পিতা- লাল মিয়া, ২। মো. আরমান ইসলাম, পিতা- আব্দু, ৩। মো. সাব্দাম হোসেন, ৪। মো. সোহেল ইসলাম, পিতা- নবীন মিস্ত্রি, ৫। মো. ইমাম ইসলাম, পিতা- মো: আলম ইসলাম ও ৬। এনায়েত হোসেন, পিতা- রুহুল আমীন। এরা অধিকাংশ ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত বলে একটি সূত্র জানিয়েছে।

স্থানীয়রা অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments