সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নরেন পাড়া নামক
গ্রামে ভোররাতে সেনাবাহিনীর ফাঁকা গুলি বর্ষণে এলাকার জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।
আজ মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) ভোর ৫টার সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী জানান, গতকাল সোমবার (২৮ জুলাই) দিবাগত রাত ২টার সময়
বাঘাইহাট সেনা জোন থেকে একদল সেনা সদস্য নরেন পাড়ায় যায়। রাতভর সেখানে অবস্থান করার
পর আজ ভোর ৫টার সময় তারা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক মুরুব্বী এ প্রতিবেদককে জানান, ভোর ৫টার
সময় মানুষ প্রায় ঘুমানো অবস্থায় থাকে। হঠাৎ করে গুলির আওয়াজ শুনে আমরা মনে করছিলাম
কোন যুদ্ধ চলছে। ঘর থেকে বাইরে এসে দেখি আনুমানিক ৩৫-৪০ জন সেনা সদস্য ফাঁকা গুলি ছুঁড়ছে।
এতে এলাকার মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে।
এরপর সকাল ১০টার দিকে সেনারা নরেন পাড়া থেকে বাঘাইহাট জোনে ফিরে যায় বলে
জানা গেছে।
সেনাবাহিনীর এমন কাণ্ডে স্থানীয় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেছেন, সেনারা
তাদের প্রমোশন লাভের জন্য গ্রামের ভিতর ঢুকে ফাঁকা গুলি ছুঁড়ে এলাকার সাধারণ জনগণকে
হয়রানি ও নিপীড়ন করার ষড়যন্ত্র করছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।