""

মাটিরাঙ্গায় ইউপিডিএফ ও গণতান্ত্রিক যুব ফোরামের উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ


মাটিরাঙ্গা প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ১২ জুলাই ২০২৫

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের ডাকবাংলা এলাকার প্রত্যন্ত বড়গ্রামে স্থানীয় জনসাধারণের চলাচলের সুবিধার্থে ইউপিডিএফ ও গণতান্ত্রিক যুব ফোরামের স্থানীয় নেতা-কর্মীদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে তৈইলাফাং ছড়ার উপর একটি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে।

আজ শনিবার (১২ জুলাই ২০২৫) সকাল ১০টায় সাঁকোটি স্থানীয়দের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, ছড়ার উপর সাঁকো না থাকায় বর্ষা মৌসুমে তাদের ছড়া পারাপার ও শিক্ষার্থীদের স্কুলে আসা-যাওয়ার ক্ষেত্রে অনেক ভোগান্তির শিকার হতে হতো। সাঁকোটি হওয়ার ফলে এ ভোগান্তি অনেকটা দূর হবে।  

সাঁকো নির্মাণ কাজে ইউপিডিএফ ও ডিওয়াইএফ’র নেতা-কর্মীদের পাশাপাশি স্থানীয় ছাত্র-যুবকরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments