""

গুইমারায় দুই গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি!


গুইমারা প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ২০ আগস্ট ২০২৫

খাগড়াছড়ির গুইমারা উপজেলার গুইমারা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ধলিয়া পাড়ায় সেনাবাহিনীর সদস্যরা দুই গ্রামবাসীর বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) রাত সাড়ে ৯টার সময় এই তল্লাশির ঘটনা ঘটে।

তল্লাশির শিকার গ্রামবাসীরা হলেন- ১.সন্তোষ ত্রিপুরা (৪০), পিতা- বজেন্দ্র ত্রিপুরা ও ২. চরন কুমার ত্রিপুরা (৪৫), পিতা- নয়ারাম ত্রিপুরা।

ভুক্তভোগীরা জানান, গতকাল রাত সাড়ে ৯টার সময় মাটিরাঙ্গা সেনা জোন থেকে প্রায় ৫০ জনের মতো একটি সেনা সদল ধলিয়া পাড়া এলাকায় যায় এবং “সন্ত্রাসী” খোঁজার নামে তাদের বাড়িতে তল্লাশি চালায় ও জিনিসপত্র তছনছ করে দেয়।

সেনাবাহিনীর এমন হয়রানিমূলক তল্লাশি ঘটনায় এলাকার জনমনে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

এ রিপোর্ট লেখার সময় (সকাল ৯:৩০টা) সেনারা মাটিরাঙ্গা জোনে ফিরে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments