""

লক্ষীছড়ির বর্মাছড়িতে ব্যাপক সেনা সমাবেশ, বড় ধরনের অভিযানের আশঙ্কা


লক্ষীছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার বর্মাছড়িতে ব্যাপক সেনা সমাবেশের খবর পাওয়া গেছে। ফলে বড় ধরনের সেনা অভিযানের আশঙ্কা করছে এলাকার জনগণ।

জানা যায়, আজ মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) ভোররাত ৩টার সময় লক্ষীছড়ি জোন কমাণ্ডার লে. কর্ণেল মো. তাজুল ইসলামের নেতৃত্বে প্রায় ১০০ জন সেনা সদস্য বর্মাছড়ি ইউনিয়নস্থ শুকনাছড়ি ক্যাম্পে (সাবজোন) এসেছে। তাদের এলাকার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

এর আগে গতকাল (সোমবার) একই ইউনিয়নের হুদুকছড়িতে সেনাবাহিনী হয়রানিমূলক তল্লাশি অভিযান চালায়।

এদিকে, গতকাল (১৮ আগস্ট) লক্ষীছড়ি সেনা জোনের অধীন খিরাম ক্যাম্পে জরুরীতে আইন শৃঙ্খলা মিটিং ডাকা হয়। ফটিকছড়ি, বর্মাছড়ি ও খিরামসহ তিন ইউনিয়নের জনপ্রতিনিধি ও কার্বারীদের উক্ত মিটিঙে বাধ্যতামূলক থাকতে বলা হয়। মিটিঙে ক্যাম্প কমান্ডার আতিক জনতিনিধি ও কার্বারীদেরকে কড়া ভাষায় বলেন, “যদি ইউপিডিএফের লোকজন দেখা যায় তাহলে তাদেরকে দ্রুত জানাতে হবে।

তিনি চাঁদাবাজি করা হয় কিনা সে বিষয়েও মিটিঙে মুরুব্বীদের কাছ থেকে জানতে চান।

আলোচনার এক পর্যায়ে আতিক সাহেব বলেন, ‘যেকোন প্রকারে খিরাম টু বর্মাছড়ি, বর্মাছড়ি টু লক্ষীছড়ির রাস্তাটি করা হবে।

এর কছুদিন আগে শুকনাছড়ি ক্যাম্প কমান্ডার জনৈক ক্যাপ্টেন স্থানীয় মুরুব্বীদের ক্যাম্পে ডেকে কড়া ভাষায় বলেন, ‘এখানে গরম চালানো হবে। সাধারণ পাবলিক হলেও কাউকে ছাড় দেয়া হবেনা।

ক্যাপ্টেনের মুখে হঠাৎ করে এই ধরনের কথা শুনে মিটিঙে আগত মুরুব্বীরা ভয়ে তটস্থ হন। তাদের আশঙ্কা যে কোন সময় এখানে বড় আকারের সেনা অভিযান, বাড়িঘরে তল্লাশি এবং ধরপাকড় শুরু হবে। এলাকার জনগণ বর্তমানে নানা আশঙ্কায় ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments