""

নান্যাচরে আটক ইউপিডিএফ সদস্যকে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছে সেনাবাহিনী


নান্যাচর প্রতিনিধি, সিএইচটি নিউজ

শুক্রবার, ৮ আগষ্ট ২০২৫

রাঙামাটির নান্যাচর উপজেলার ১৮ মাইল এলাকা থেকে গত ৫ আগস্ট বিকালে সেনাবাহিনী ইউপিডিএফ সদস্য রনেল চাকমাকে আটক করে নিয়ে যায়। পরদিন (৬ আগস্ট) বিকালে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে “ইউপিডিএফের কাজ করতে পারবে না এবং ইউপিডিএফ সদস্য ধরিয়ে দিতে হবে’ এমন শর্তে তাকে মুক্তি দেওয়া হয় বলে জানা গেছে।

জানা যায়, গত ৫ আগষ্ট ২০২৫ রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের ১৮ মাইল (ঠান্ডা বাজার) নামক এলাকা থেকে সেনাবাহিনীর একটি দল ইউপিডিএফ সদস্য রনেল চাকমাকে আটক করে রাঙাামটি সদর ব্রিগেডে নিয়ে যায়। পরদিন সকালে তাাকে আবার নান্যাচর সদর জোনে আনা হয়। এরপর ঐদিন বিকালে জনপ্রতিনিধিদের জোনে ডেকে পাঠিয়ে “ইউপিডিএফের কাজ করতে পারবে না এবং ইউপিডিএফ সদস্য ধরিয়ে দিতে হবে” এমন শর্ত জুড়ে দিয়ে রনেল চাকমাকে ছেড়ে দেওয়া হয়। তাকে ‘শর্ত ভঙ্গ করে ইউপিডিএফের কাজ করলে গুলি করে মেরে ফেলা হবে’- এমন হুমকি দেওয়া হয় বলে জানা গেছে।

জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন নান্যাচর সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার রূপক চকামা ও ৯ নং ওয়ার্ডের মেম্বার দিগন্ত চাকমা।

 


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments