![]() |
প্রতীকী ছবি |
নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ১৬ আগস্ট ২০২৫
হাইকোর্টের জামিন আদেশ চেম্বার আদালত স্থগিত করায় জামিনে মুক্তি মিলেনি
চার বম নারীর।
ভুক্তভোগীরা হলেন- লাল ত্লানহ কিম, পারঠা জুয়াল, টিনা ও মেলোরি। এদের
মধ্যে ৩ জন শিক্ষার্থী ও আরেকজন গত ১৩ বছর ধরে একটি এনজিওতে কর্মরত।
জানা যায়, তাদের প্রত্যেকের নামে চারটি মামলায় ম্যাজিস্ট্রেট ও জর্জ কোর্টে
জামিন আবেদন নামঞ্জুর হলে অবশেষে হাইকোর্টে জামিন আবেদন করা হয়। গত ২৬ মে ২০২৫, বিজ্ঞ
আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
কিন্তু ৩ জুন ২০২৫, চেম্বার আদালত হাইকোর্টের জামিনের আদেশ স্থগিত (স্টে)
করে দেয়। ফলে তারা আর কারাগার থেকে মুক্তি পাননি।
এর আগে সবগুলো একই মামলায় ১০ জন বম পুরুষকে হাইকোর্টে জামিন দেওয়া হয়েছিল।
তাই উক্ত চারজন নারীর পরিবার ভেবেছিল তাদেরও নিশ্চয়ই জামিন হবে। কিন্তু চেম্বার আদালতে
তাদের জামিন স্থগিত হয়ে যায়।
চার বম নারীর মামলাটি আবার হাইকোর্টে তুলতে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানা
গেছে। তবে এই দীর্ঘ আইনি প্রক্রিয়া চালাতে গিয়ে তাদের পরিবারগুলো প্রায় সর্বস্বান্ত
হয়ে গেছে।
রাজনৈতিক সচেতন মহল মনে করছেন, এই চার নারীর জামিনে মুক্তি আটকে দেওয়া—এটি
কেবল অবিচার নয়, রাষ্ট্রের জন্য চরম লজ্জাজনকও বটে। তাাদের জামিনে মুক্তি ঠেকিয়ে রাষ্ট্র
কি বার্তা দিতে চায়? এমন প্রশ্ন তাদের।
উল্লেখ্য, ২০২৪ সালের এপ্রিলের প্রথম দিকে রুমা ও থানচিতে নাটকীয় ব্যাংক ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে কেএনএফ বিরোধী অভিযানের নামে রাষ্ট্রীয় যৌথবাহিনী নির্বিচারে বম নারী-পুরুষ-শিশু-বৃদ্ধকে গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ করে। ইতোমধ্যে তিনজন বম পুরুষ সঠিক চিকিৎসার অভাবে কারাগারে মৃত্যুবরণ করেছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।