মহালছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ও ধুমনিঘাট এলাকায় প্রশিক্ষণ কার্যক্রমের
নামে সেনাবাহিনীর টহল জোরদার করার ফলে এলাকায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।
সেনাবাহিনীর মহালছড়ি জোন কর্তৃক একটি বিশেষ গণবিজ্ঞপ্তি জারি করে বলা হয়,
“১১ আগস্ট থেকে ১৬ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত মহালছড়ি উপজেলার মাইসছড়ি ও ধুমনিঘাট
এলাকায় সেনাবাহিনীর নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমে অংশ হিসেবে ফাঁকা ফায়ার ও বিভিন্ন
কার্যক্রম পরিচালনা করা হইবে।”
বিজ্ঞপ্তিতে উক্ত সময়ে সাধারণ জনগণকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ জানানো
হয়।
তবে, জনবসতিপূর্ণ এলাকায় ফাঁকা ফায়ার করে প্রশিক্ষণ কতটা যুক্তিযুক্ত তা
নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আর বিজ্ঞপ্তিতে মাইসছড়ি ও ধুমনিঘাট উল্লেখ করা হলেও সুনির্দিষ্টভাবে
কোন স্থানে ফাঁকা ফায়ার করা হবে তা উল্লেখ করা হয়নি। ফলে এলাকার সাধারণ জনগণ জুমের
কাজসহ নানা কাজে যেতেও ভয় পাচ্ছেন।
এদিকে, আজ শুক্রবার (১৫ আগস্ট) সকালে মহালছড়ি জোন থেকে ৬০/৭০ জনের একটি
সেনা দল ব্যাগ ও প্রশিক্ষণ সরঞ্জাম নিয়ে সিন্দুকছড়ি ইউনিয়নের ঠান্ডাছড়ি এলাকায় গেছে
বলে খবর পাওয়া গেছে।
জানা গেছে, প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে ১১ আগস্ট থেকে উল্লেখিত এলাকায়
সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। এতে এলাকায় জনগণের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বিজ্ঞপ্তিতে
আতঙ্কিত না হওয়ার কথা বলা হলেও এলাকার সাধারণ জনগণ সে সম্পর্কে তেমন কিছুই জানেন না।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।