কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫
রাঙামাটির কাউখালী উপজেলার পানছড়ি গ্রামে একজন জনপ্রতিনিধির বাড়িতে সেনাবাহিনী
তল্লাশি চালিয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) ভোররাত ৪:৪৫টার দিকে এ তল্লাশির ঘটনা ঘটে।
ভুক্তভোগী জনপ্রতিনিধির নাম শশী রঞ্জন চাকমা, পিতা- রেবতী মোহন চাকমা। তিনি
৩ নং ঘাগড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দু’বারের নির্বাচিত মেম্বার।
তল্লাশির সময় তিনি ও তাঁর সহধর্মিনী উভয়ে বাড়িতে ছিলেন না। হাটবাজার হওয়ায় তাঁর এক ভাই ভোররাতে কাঁচামাল নিয়ে বাজারে চলে যান।
বাড়িতে থাকা শশী রঞ্জন মেম্বারের ভাইয়ের বৌ আলো চাকমা এ প্রতিবেদককে বলেন, “সেনারা আমাদের
বাড়িতে এসে বলে আমাদের ইনফরমেশন আছে আপনাদের ঘরে অস্ত্র আছে। আমরা তল্লাশি করতে চাই।
আমি তাদের জোর দিয়ে বলি আমাদের কাছে কোন অস্ত্র নেই। পাহাড়িদের ঘরে ঘরে গিয়ে তল্লাশির
সময় লুটপাট করা হয়, নিরীহ লোকদের অস্ত্র গুঁজে দেয়া হয় সে খবর আমরা জানি। আর ঘর তল্লাশি
করবেন দিনে না এসে রাতে কেন আসেন?”
তিনি আরো বলেন, “সেনারা আমার বৃদ্ধ শ্বশুর-শ্বাশুড়িসহ সবাইকে বাড়ির বাইরে
বের হতে বলেন। আমরা বের হইনি। পরে অনুমতি নিয়ে দ্বায়িত্বপ্রাপ্ত অফিসারসহ তিন জন সেনা
সদস্য ঘরে প্রবেশ করে। তবে তারা কোন জিনিসপত্রে হাত দেয়নি। রুম থেকেও অবৈধ কোন কিছু
পায়নি।”
সেনাদের সাথে আড়ালে সেনাবাহিনীর পোশাক পরিহিত পাহাড়িও ছিল বলে জানা গেছে।
তল্লাশি শেষে চলে যাবার সময় সেনারা বাড়ির সদস্যদের গ্রুপ ছবি তুলে নিয়ে
যায়।
বাড়ি তল্লাশীর ঘটনায় দ্বায়িত্বপ্রাপ্ত অফিসারটি নাকি দুঃখ প্রকাশ করে মন্তব্য
করেন, “আমাদের করার কিছুই নেই। সরকারি নির্দেশে আমাদের আসতে হয়।”
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।