""

নান্যাচরে একটি স্কুলে সেনা সদস্যদের অবস্থান, জনমনে আশঙ্কা


নান্যাচর প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

রাঙামাটির নান্যাচর উপজলার বড়পুল পাড়া স্কুলে ৪০ জনের অধিক সেনা সদস্য অবস্থান করার খবর পাওয়া গেছে।  

জানা যায়, আজ সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) বিকালে বাকছড়ি আর্মি ক্যাম্প কমাণ্ডারের নেতৃত্বে ৩০ জনের একটি সেনাদল বড়পুল পাড়া স্কুলে এসে অবস্থান নেয়। এর আগে দুপুরে তারা যাদুকাছড়া গ্রামে টহল দিয়ে আসে।

এছাড়া নান্যাচর জোন থেকে ১০/১২ জনের আরো একদল সেনা সদস্য রাঙ্গীপাড়া, সূর্যমনি মুখ দোকানে টহল দেয়। এরপর তারাও বড়পুল পাড়া স্কুলে অবস্থান নেয়া সেনা দলটির সাথে যোগ যোগ দিয়েছে। 

অপরদিকে, লংগদু উপজেলার কাট্টলী হাইস্কুলে অবস্থান করা সেনা সদস্যরা আজও সেখানে অবস্থান করছে বলে জানা গেছে।

সেনাদের এমন অবস্থানের কারণে এলাকার জনমনে নানা আশঙ্কা দেখা দিয়েছে।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments