পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
খাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনী দুই নিরীহ গ্রামবাসীর বাড়িতে হয়রানিমূলক
তল্লাশি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) সকালে পানছড়ির তাপিতা পাড়ায় এ তল্লাশির
ঘটনা ঘটে।
জানা যায়, আজ ভোররাত ৩টার সময় পানছড়ি সাবজোন থেকে ৫-৬টি গাড়িযোগে ৬০ থেকে
৭০ জনের একদল সেনা সদস্য পানছড়ি সদর ইউনিয়নের তাপিতা পাড়ায় হানা দেয়।
এরপর সেনারা বাড়ি ঘেরাও করে রেখে সকাল ৬টায় দুই নিরীহ গ্রামবাসীর বাড়িতে
তল্লাশি চালাায়।
ভুক্তভোগী গ্রামবাসীরা হলেন- প্রীতিময় চাকমা (৫০), পিতা- মেরেয়ে চাকমা ও
ভারত্যা চাকমা (৩৫), পিতা- কান্তি চাকমা।
তল্লাশির সময় অবৈধ কোন কিছু না পেয়ে সেনারা ক্যাম্পে ফিরে যায়।
এর আগে গতকাল (৪ সেপ্টেম্বর) ভোররাতে মাটিরাঙ্গার তাইন্দং ইউনিয়নের বান্দরশিং পাড়ায় মাটিরাঙ্গা জোনের একদল সেনা সদস্য শান্তি বিকাশ চাকমা (৩৬), পিতা- সুরজয় চাকমা নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়েছিল।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।