""

বাঘাইছড়িতে সেনাবাহিনী কর্তৃক এক ব্যক্তির বাড়ি ঘেরাও করার অভিযোগ!

 

বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট ১০ নম্বর শুকনোছড়া দোর নামক গ্রামে সেনাবাহিনী এক ব্যক্তির বাড়ি ঘেরাও করে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগীর নাম লিটন চাকমা, পিতা-শান্তি জীবন চাকমা।

জানা যায়, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টার সময় বাঘাইহাট জোন থেকে একটি পিক-আপে করে ৭জন সেনা সদস্য শুকনোছড়া দোর গ্রামে গিয়ে লিটন চাকমার বাড়ি ঘেরাও করে। এ সময় বাড়িতে ছিলেন তার স্ত্রী। তিনি ঝাড়ুফুল বাগানে কাজে গিয়েছিলেন।

লিটন চাকমার স্ত্রী এ প্রতিবেদককে জানান, সেনাবাহিনীর ৭জন সদস্য এসে আমাদের বাড়ি ঘেরাও করে। আমি একা বাড়িতে ছিলাম। আমার স্বামী বাড়ির পাশে ঝাড়ুফুল বাগানে কাজ করছিল। সেনারা ‘তাদের আসার খবর পেয়ে বাড়ি থেকে কেউ পালিয়ে গেছে কিনা তা জিজ্ঞাসা করে। পরে তারা চলে যায়।

এ বিষয়ে লিটন চাকমা বলেন, ‘আমি বাড়ির পাশের ঝাড়ুফুল বাগানে কাজ করছি। আমার স্ত্রী ফোন করে বিষয়টি আমাকে জানায়। কিন্তু কী কারণে সেনাবাহিনী আমার বাড়ি ঘেরাও করেছে তা আমার জানা নেই। আমি এখন বাড়িতে থাকতেও অনিরাপদ বোধ করছি।

কি কারণে লিটন চাকমার বাড়িতে সেনারা হানা দিয়েছে তা তারা প্রকাশ করেনি।

তবে অনেকের ধারণা, চলমান ধর্ষণ বিরোধী আন্দোলন থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য সেনাবাহিনী এটা করে থাকতে পারে।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments