""

খাগড়াছড়িতে অবরোধ চলাকালে সেটলারদের হামলা, ভাঙচুর ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়য ঘটনায় ইউপিডিএফের উদ্বেগ ও নিন্দা


খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

‘জুম্ম ছাত্র-জনতার’ আহ্বানে সিঙ্গিনালায় কিশোরী ধর্ষণের সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক সাজার দাবিতে ডাকা আজকের ২৭ সেপ্টেম্বরের সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচী চলাকালে খাগড়াছড়িতে খেজুড়বাগান এলাকায় সেটলারদের হামলা, মহাজনপাড়ায় দোকানপাট ভাঙচুর ও তিন পাহাড়ি যুবককে গুরুতর জখম করার ঘটনার তীব্র নিন্দা এবং চলমান সাম্প্রদায়িক উত্তেজনামূলক পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়েছে ইউপিডিএফ।

আজ শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) সংবাদ মাধ্যমে প্রদত্ত বিবৃতিতে ইউপিডিএফ মুখপাত্র অংগ্য মারমা সেনা-প্রশাসনের ভূমিকায় সংশয় ও অসন্তোষ প্রকাশ করে বলেন, শক্তিশালী রাষ্ট্রীয় সংস্থার ইন্ধন না পেলে উপজেলা সদর খেজুড়বাগানে মটর সাইকেল নিয়ে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর উস্কানিমূলকভাবে রাস্তায় নামা, পথচারী ও পাহাড়ি শিক্ষার্থীদের তল্লাশি ও হেনস্তা করে গায়ে পড়ে বিবাদে লিপ্ত হওয়া এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে পারার কথা নয়।

বিবৃতিতে অংগ্য মারমা আরও অভিযোগ করে বলেন, পূর্বপ্রস্তুতি নিয়ে রাস্তায় নামা সেটলারদের উস্কানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ জানালে তারা পাহাড়ি শিক্ষার্থীদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং গত বছরের মত এবারও ধ্বংসযজ্ঞ চালাতে পাহাড়ি অধ্যুষিত পাড়ার দিকে অগ্রসর হয়।

তিনি বলেন, প্রতিরোধের মুখে সেটলাররা পরে সেখান থেকে সরে মহাজন পাড়ায় যায় এবং ১৪৪ ধারা বলবৎ থাকার মধ্যেই বোম্বে সুইটস ও র‌্যাঙ্কস শো রুমসহ পাহাড়িদের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়।

শিশু ধর্ষণ, শ্লীলতাহানি সহ যে কোন ধরনের যৌন হয়রানি সভ্য সমাজে অপরাধ হিসেবে পরিগণিত হলেও পার্বত্য চট্টগ্রামে সেনা-প্রশাসনের এ ক্ষেত্রে নির্লিপ্ত ভূমিকায় ইউপিডিএফ মুখপাত্র ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে আন্দোলনকারীদের দাবি মেনে নেয়ার আহ্বান জানান।

তিনি ইউনূস সরকারের প্রতি সতর্ক বাণী উচ্চারণ করে বলেন, বারে বারে কিশোরীদের দলবদ্ধ ধর্ষণ ঘটনার পরও প্রশাসনের পক্ষ থেকে যথোপযুক্ত ব্যবস্থা না নেওয়ার কারণে বিক্ষুব্ধ জনতা ভবিষ্যতে বড় ধরনের কর্মসূচী হাতে নিলে তার ফলে সৃষ্ট দায়-দায়িত্ব অবশ্যই সরকার-প্রশাসনকে নিতে হবে।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments