""

দীঘিনালায় ১০ম শ্রেণির পাহাড়ি শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে আটক-১

শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে আটক মো. রাজ্জাক (৫২)।


দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ

বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় বোয়ালখালী নতুন বাজারে ১০ শ্রেণির এক পাহাড়ি শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মো. আব্দুর রাজ্জাক (৫২) নামে একজনকে আটক করেছে দীঘিনালা থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৯ টায় ওই ছাত্রী বোয়ালখালীর নতুন বাজারে গেলে মো. আব্দুর রাজ্জাক ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। এ ঘটনার পর স্থানীয় লোকজন জড়ো হয়ে তাকে ঘিরে ধরে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে মো. রাজ্জাককে আটক করে থানায় নিয়ে আসে।

আটককৃত মো. রাজ্জাক বোয়ালখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা মৃত সিরাজুল ইসলাম এর বড় ছেলে।

এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকারিয়া বলেন, আজ সকাল ৯টার দিকে বোয়ালখালী নতুন বাজারের আপ্যায়ন কুলিং কর্নারের সামনে ১০ম শ্রেণির শিক্ষার্থীকে শ্লীলতাহানির ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক অভিযুক্ত মো. আব্দুর রাজ্জাককে আটক করা হয়। শিক্ষার্থী নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। অভিযুক্তকে খাগড়াছড়ি জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় ৮ম শ্রেণির এক পাহাড়ি শিক্ষার্থী তিন বাঙালি যুবক কর্তৃক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। এ ঘটনার প্রতিবাদে জুম্ম ছাত্র-জনতা আজ খাগড়াছড়ি জেলায় আধাবেলা সড়ক অবরোধ পালন করে। এই অবরোধ পালনের সময়ই আবার দীঘিনালায় উক্ত শ্লীলতাহানির ঘটনা ঘটলো।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments