""

দীঘিনালার নাড়াইছড়ি থেকে সন্তু গ্রুপ কর্তৃক ২ ব্যক্তিকে অপহরণের অভিযোগ!


দীঘিনালা, সিএইচটি নিউজ

বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নাড়াইছড়ি থেকে জেএসএস সন্তু গ্রুপ কর্তৃক ২ ব্যক্তিকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্তু গ্রুপের ৭ জনের একটি সশস্ত্র দল নাড়াইছড়ি এলাকা থেকে গাছ কাট্টন্যা দিপু চাকমাকে তার বার্মিজ বোটটিসহ নিয়ে গঙ্গারাম শামুকছড়ি হয়ে থলছড়া (গঙ্গারাম থুম) এলাকায় যায়।

এরপর আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে সন্তু গ্রুপের ঐ দলটি আবার নাড়াইছড়িতে ফিরে আসে।

পরে তারা সাথে নেওয়া বোট চালক দিপু চাকমা (বরমো), পিতা- সুমন চাকমা ও গাছ কাটার কাজে নিয়োজিত চিবে চোগা চাকমা (২৮) নামে আরেকজনকে অপহরণ করে নিয়ে যায়।

এদের মধ্যে দিপু চাকমার বাড়ি সাজেক ইউনিয়নের মাজলঙের উজ্জেংছড়িতে ও চিবে চোগা চাকমার বাড়ি বঙ্গলতলী ইউনিয়নের এ-ব্লকে।

এছাড়া সন্তু গ্রুপের সন্ত্রাসীরা নাড়াইছড়িতে গাছ কাটার কাজে নিয়োজিত কাট্টন্যাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয় বলে জানা গেছে।

অপহৃত দুজনকে কোথায় নিয়ে গেছে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত তা জানা যায়নি।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments