![]() |
প্রীতিলতা ওয়াদ্দেদার। সংগৃহিত ছবি |
ইতিহাস ডেস্ক, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
আগামীকাল ২৪ সেপ্টেম্বর, বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের
আত্মাহুতি দিবস। ১৯৩২ সালের এ দিনে
প্রীতিলতার নেতৃত্বে চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে আক্রমণ চালানো হয়।
অভিযান শেষে ফেরার সময় তাঁর গায়ে একটি গুলি লাগে। ইংরেজদের হাতে ধরা পড়ার আশঙ্কায়
তিনি নিজের সঙ্গে থাকা পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মাহুতি দেন তিনি।
এই বীরকন্যা ১৯১১ সালের
৫ মে চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নে জন্মগ্রহণ করেন। ১৯২৭ সালে চট্টগ্রামের
খাস্তগীর বালিকা বিদ্যালয় থেকে প্রথম
বিভাগে ম্যাট্রিক পাস করার পর ১৯২৯ সালে
ঢাকা ইডেন মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ঢাকা বোর্ডে প্রথম স্থান অধিকার
করেন।
মেধাবী ছাত্রী প্রীতিলতা এর ঠিক দুই বছর
পরই কলকাতার বেথুন কলেজ থেকে দর্শনশাস্ত্রে ডিস্টিংশনসহ গ্র্যাজুয়েশন করেন। ১৯৩২ সালে চট্টগ্রামে ফিরে
এসে তিনি নন্দনকানন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে কাজে যোগদান
করেন।
পরবর্তীতে পূর্নেন্দু দস্তিদারের
মাধ্যমে বিপ্লবী দলে নাম লেখান প্রীতিলতা। তার ভীষণ ইচ্ছা ছিল মাস্টারদার সাথে পরিচিত হবার। প্রীতিলতার
প্রবল আগ্রহে এবং বহু চেষ্টার পর ১৯৩২ সালের মে মাসে মাস্টারদার সাথে দেখা হয়
প্রীতিলতার। মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বাধীন
বিপ্লবী দলের প্রথম নারী সদস্য ছিলেন তিনি।
ব্রিটিশবিরোধী সশস্ত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। একের পর এক শত্রুপক্ষের বিরুদ্ধে সফল আক্রমণ চালিয়েছেন তিনি।
পরে স্বদেশী আন্দোলনের সর্বাধিনায়ক মাস্টারদা সূর্যসেন প্রীতিলতার
দায়িত্ববোধ, সাহসিকতা ও চারিত্রিক দৃঢ়তায় সন্তুষ্ট হয়ে তাঁকে পাহাড়তলীতে অবস্থিত
ইউরোপিয়ান ক্লাব আক্রমণ অভিযানের নেতৃত্বদানকারী হিসেবে নিযুক্ত করেন।
পাহাড়তলীর ইউরোপিয়ান ক্লাবে ভয়াবহ
অভিযান চালানোর আগের রাতে মাকে লেখা শেষ চিঠিতে প্রীতিলতা লিখেছিলেন, ...‘মাগো,
অমন করে কেঁদো না! আমি যে সত্যের জন্য, স্বাধীনতার জন্য প্রাণ দিতে এসেছি। তুমি কি
তাতে আনন্দ পাও না? কী করব মা? দেশ যে পরাধীন! দেশবাসী বিদেশির অত্যাচারে জর্জরিত!
দেশমাতৃকা যে শৃঙ্খলভাবে অবনতা, লাঞ্ছিতা, অপমানিত! তুমি কি সবই নীরবে সহ্য করবে
মা? একটি সন্তানকেও কি তুমি মুক্তির জন্য উৎসর্গ করতে পারবে না? তুমি কি কেবলই
কাঁদবে?...
প্রীতিলতার ডাক নাম রানী। ছদ্মনাম
ফুলতারা। ব্রিটিশদের হাত থেকে নিজ দেশকে স্বাধীন করার জন্য তিনি শুধু নিজেকে গড়ে
তোলেননি পাশাপাশি অনুপ্রাণিত ও উজ্জীবিত করে গেছেন অসংখ্য বিপ্লবীকে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।