""

রামগড়ে পাহাড়ি গ্রামে বিজিবি সদস্যদের উপস্থিতি, “পাহাড়িরা কোথায় ঘর-বাড়ি তুলছে” প্রশ্নে উদ্বেগ


রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ

মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তৈচাকমা পাড়া ও ছোট বেলছড়ি পাড়ায় বিজিবি সদস্যরা উপস্থিত হয়ে “পাহাড়িরা কোথায় ঘর-বাড়ি তুলছে” এমন প্রশ্ন করায় পাহাড়িদের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, আজ মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) সকাল ৯ টার সময় বিজিবি’র ১০ জনের একটি দল তৈচাকমা ও ছোট বেলছড়ি পাড়ায় উপস্থিত হয়। এ সময় তারা পাড়াবাসীদের কাছ থেকে “পাহাড়িরা কোথায় ঘর-বাড়ি তুলছে” সহ নানা প্রশ্ন জিজ্ঞাসাবাদ করে। পরে তারা ক্যাম্পে ফিরে যায়।

হঠাৎ বিজিবি সদস্যদের এমন প্রশ্নে স্থানীয় পাহাড়ি গ্রামবাসীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

অপরদিকে, একই সময় নাঙ্গেল পাড়া বৌদ্ধ বিহার এলাকায়ও বিজিবি’র ১০ জনের একটি দল অবস্থান করে বলে জানা গেছে। তবে তারা কাউকে কোন কিছু জিজ্ঞাসা না করে আধা ঘন্টা অবস্থানের পর সেখান থেকে চলে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments