""

সেনা অভিযানের নামে তল্লাশি-ভাঙচুর-লুটপাট-নির্যাতনের প্রতিবাদে সাজেকের মাজলঙে বিক্ষোভ


সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ৫ নভেম্বর ২০২৫

‍‍‌“অবিলম্বে সেনাশাসন প্রত্যাহার কর” শ্লোগানে রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়ন ও বঙ্গলতলী ইউনিয়নে তথাকথিত সেনা অভিযানের নামে বাড়িঘর তল্লাশি, নির্যাতন, ভাঙচুর, লুটপাট ও জনমনে আতঙ্ক সৃষ্টির প্রতিবাদে সাজেকের মাজলঙে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৫ নভেম্বর ২০২৫) সকালে ১০:১৫টায় মাজলঙ বাজারের হরি মন্দির থেকে মিছিল শুরু হয়ে মাজলঙ বাজার মাঠে গিয়ে শেষ হয় এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

সাজেক পরিবেশ রক্ষা কমিটি, ভূমি রক্ষা কমিটি, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ ও গণতান্ত্রিক যুব ফোরামের যৌথ ব্যানারে এই বিক্ষোভের আয়োজন করা হয়।

মিছিল পরবর্তী সমাবেশে সীমা চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ভুমি রক্ষা কমিটির সভাপতি নতুন জয় চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় সদস্য উজ্জলা চাকমা প্রমুখ।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর নিপীড়নের মাত্রা এমনভাবে বৃদ্ধি করা হয়েছে যার কারণে সাধারণ গ্রামবাসীরা এখন নিরাপদে বাড়িতে ঘুমাতে পারছে না। রাত-বিরাতে ঘরবাড়িতে হানা দিয়ে তল্লাশির নামে ভাঙচুর, লুটপাট, নির্যাতন চালানো হচ্ছে। গত ৩ ও ৩ নভেম্বর বাঘাইছড়ির বঙ্গলতলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে সেনাবাহিনী রাতের আঁধারে পাহাড়িদের ঘরে ঘরে তল্লাশি চালিয়েছে। এক ব্যক্তির বাড়ির তালা ভেঙে প্রবেশ করে তল্লাশি করে জিনিসপত্র ভাঙচুর, তছনছ করে দেয়া হয়েছে। অভিযানের নামে পাহাড়িদের অহেতু জিজ্ঞাসাবাদের নামে হয়রানি ও স্বাভাবিক চলাফেরা ও কাজে ব্যাঘাত সৃষ্টি করছে। বিদ্যালয়ে অবস্থান করে শিক্ষার্থীদের পড়াশোনার বিঘ্ন ঘটাচ্ছে।

এর আগে সাজেকের ভুয়োছড়িতে একইভাবে তল্লাশি, হয়রানি, নির্যাতন ও নারীর ওপর যৌন হেনস্তার ঘটনা ঘটিয়েছে সেনা সদস্যরা। সেনাবাহিনীর এমন তান্ডবলীলায় সেখানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দান অনুষ্ঠান পর্যন্ত বাতিল করতে হয়েছে।

বক্তারা সেনাবাহিনীর এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এ ধরনের দমন-পীড়ন বন্ধ ও পার্বত্য চট্টগ্রামে চলমান সেনা শাসন তুলে নিয়ে পূর্ণ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির দাবি জানান।

 


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments