""

বিলাইছড়িতে দুই পাহাড়ির নির্মাণাধীন বাড়ি ভেঙে দেয়ার অভিযোগ সেনাবাহিনীর বিরুদ্ধে!

সেনাবাহিনী দু্ই পাহাড়ির বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেয়। ছবি: ভিডিও থেকে সংগৃহিত

বিলাইছড়ি (রাঙামাটি), সিএইচটি নিউজ
সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার গাছবাগান পাড়া এলাকায় সেনাবাহিনী দুই পাহাড়ির নির্মাণাধীন বাড়ি ভেঙে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) এই ঘটনাটি ঘটে বলে জানা যায়।

যাদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে তারা হলেন- সুখময় চাকমা, পিতা- দয়াল চাকমা ও ধনেশ্বর চাকমা পিতা- অজ্ঞাত।

সেনাবাহিনীর ২৬ ইসিবির মেজর আতিক ও ওয়ারেন্ট অফিসার(সুবেদার) মোশারফের নেতৃত্বে উক্ত দুই ব্যক্তির বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় বলে জানা গেছে।

এ ঘটনার পরবর্তী ধারণ করা এক ভিডিওতে (সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত) সেখানে সেনাবাহিনী পাহাড়িদের ওপর অবর্ণনীয় অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।  

স্থানীয়দের অভিযোগ, সেনাবাহিনী গাছবাগান পাড়া এলাকায় একটি পর্যটন কেন্দ্র স্থাপন করার উদ্যোগ নিয়েছে। এই লক্ষ্যে তারা সেখানকার স্থানীয় পাহাড়ি জনগণকে উচ্ছেদের নানা প্রচেষ্টা চালাচ্ছে।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


 





0/Post a Comment/Comments