""

গুইমারায় সেনাবাহিনী কর্তৃক এক কলেজ ছাত্র আটক

সিএইচটি নিউজ ডট কম, শুক্রবার, নভেম্বর ১৮, ২০১৬
গুইমারা প্রতিনিধি।। খাগড়াছড়ির গুইমারা উপজেলার বরইতলী থেকে সেনাবাহিনী কর্তৃক এক কলেজ পড়য়া ছাত্রকে আটকের খবর পাওয়া গেছে।

আটককৃত ছাত্রের নাম মংসাথোয়াই মারমা (১৮) পিতা- উগ্যজাই মারমা, গ্রাম- বরইতলী। তিনি মানিকছড়ি গিরী মৈত্রী ডিগ্রী কলেজ থেকে এবার এইচএসসি পাস করেছেন।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (১৭ নভেম্বর ২০১৬) দিবাগত রাত আনুমানিক ১টা দিকে সিন্দুকছড়ি জোনের একদল সেনা সদস্য তাদের ফলজ বাগানের খামার বাড়িতে গিয়ে প্রথমে বাড়িটি ঘেরাও করে এবং পরে বিনা অনুমতিতে বাড়িতে প্রবেশ করে ঘুমন্ত অবস্থা থেকে তুলে বাড়ি থেকে ২টি বুলেট উদ্ধার ও ইয়াবা সেবনের মিথ্যা অভিযোগ এনে মংসাথোয়াই মারমাকে আটক করে নিয়ে যায়।

এলাকাবাসী উক্ত ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, সেনাবাহিনী সম্পূর্ণ অন্যায়ভাবে বিনা কারণে এক জন কলেজ পড়য়া ছাত্রকে গভীর রাতে বাড়ী থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা খুবই ন্যাক্কারজনক।

তারা আটককৃত মংসাথোয়াই মারমার নিঃশর্ত মুক্তি ও এলাকার ছাত্র-যুবক-নারীসহ সর্বস্তরে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
-----------------




0/Post a Comment/Comments