""

খাগড়াছড়িতে হিল উইমেন্স ফেডারেশনের ৫ কর্মী-সমর্থক জামিনে মুক্ত, ৩ জনকে কারাগারে প্রেরণ

খাগড়াছড়ি: খাগড়াছড়ির স্বনির্ভর বাজারে শান্তিপূর্ণ মিছিলে বিজিবি-পুলিশের হামলার সময় আটক হওয়া হিল উইমেন্স ফেডারেশনের ৮ কর্মী-সমর্থক থেকে ৫ জন জামিনে মুক্তি পেয়েছেন। বাকী ৩ জনের জামিন না মঞ্জুর করে তাদেরকে কারাগারে প্রেরণ করেছে আদালত।
আজ বৃহস্পতিবার(৮ জুন) দুপুরে খাগড়াছড়ি সদর থানা থেকে আটক ৮ জনকে খাগড়াছড়ির অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রোকেয়া বেগমের আদালতে নেওয়া হয়। আদালত ৫ জনের জামিন মঞ্জুর করে ৩ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
জামিনে মুক্তি পাওয়া ৫ জন হলেন-১.এন্টি চাকমা, ২.জনতা চাকমা ৩.বিশাখা চাকমা ৪.রুপা চাকমা ৫. সোনাবী চাকমা।
আর যাদেরকে কারাগারে পাঠানো হয় তারা হলেন- সোনালী চাকমা, পিপি চাকমা ও মেকিনা চাকমা।

উল্লেখ্য, গতকাল বুধবার (৭ জুন) সকালে খাগড়াছড়ি সদরের স্বনির্ভর বাজারে নারী নেত্রী কল্পনা চাকমার অপহরণকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আয়োজিত শান্তিপূর্ণ মিছিলে বিজিবি-পুলিশ হামলা চালায়। এতে পুলিশ গণধরপাকড় চালিয়ে বিভিন্ন স্থান থেকে ২১ জনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে সন্ধ্যায় ১৩ জনকে ছেড়ে দিলেও বাকী ৮ জনকে আটক রাখার পর আজ দুপুরে তাদেরকে আদালতে নেওয়া হয়।
——————




0/Post a Comment/Comments