""

স্বনির্ভর-পেরাছড়া হত্যাকাণ্ড : কেন তড়িঘড়ি করে বাদী হয়ে পুলিশের মামলা?


খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
ইউপিডিএফ-পিসিপির পক্ষ থেকে মামলা করা হবে জানানোর পরও কেন পুলিশ নিজেরাই বাদী হয়ে স্বনির্ভর-পেরাছড়া হত্যাকাণ্ডে মামলা করেছে সে ব্যাপারে সন্দেহ দেখা দিয়েছে।

পিসিপি বলেছে খুনীদের বাঁচানোর জন্যই অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে এভাবে তড়িঘড়ি করে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
ইউপিডিএফ-এর এক নেতা সিএইচটি নিউজ ডটকমকে বলেন, ‘১৯ তারিখ রাতে ওসি আমাকে ফোন করে বলেন “মামলা কী আপনারা করবেন নাকি আমি দেবো?” আমি বলি আমরা দেবো। তিনি বলেন তাহলে ঠিক আছে।’
তবে ওসি বলেন যে তিনি খুব চাপের মধ্যে আছেন, আমরা যেন তাড়াতাড়ি মামলা দিই।
ইউপিডিএফ নেতা বলেন তিনি পরদিন ওসিকে ফোন করে জানান যে সড়ক অবরোধ ও দাহক্রিয়ায় ব্যস্ত থাকার কারণে আজ (গতকাল সোমবার) মামলা করা সম্ভব হবে না। মামলা প্রস্তুতির জন্য আরো কিছু সময়ের প্রয়োজন। তিনি ঠিক আছে বলে জানান।
কিন্তু তাদের ওই কথোপকথনের আধা ঘন্টা পর পুলিশ নিজে বাদী মামলা হয়ে করে ফেলে। তারা যে মামলা দিচ্ছে তাও ভুক্তভোগীদের জানায়নি।
ইউপিডিএফ নেতা বলেন, মিঠুন হত্যা মামলায় পুলিশ ঘটনার ৬ দিন পর নিজেরা বাদী হয়ে মামলা করেছিল। শক্তিমান চাকমা হত্যা মামলায়ও ঘটনার ৬ দিন পর থানায় মামলা দায়ের করা হয়েছিল।
অথচ স্বনির্ভর-পেরাছড়া হত্যাকাণ্ডে পুলিশ ২ দিনও সময় দেয়নি বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, ‘আমার মনে হয় পুলিশ কোন অদৃশ্য মহলের চাপে খুনীদের বাঁচাতে এভাবে আমাদের মামলা করার সুযোগ না দিয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে মামলা দিয়েছে।’
——————




0/Post a Comment/Comments