""

বাঘাইছড়িত ঘরবাড়িতে সেনাবাহিনীর তল্লাশি, মারধর ও ফোন কেড়ে নেয়ার অভিযোগ


বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ৬ মে ২০২৫

রাঙামাটির বাঘাছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের শিশুতলি গ্রামে সেনাবাহিনী কর্তৃক গ্রামের কার্বারির বাড়িসহ অন্তত ৪ গ্রামবাসীর বাড়িতে তল্লাশি, ৩ জনকে মারধর ও দু’জনের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (৬ মে ২০২৫) ভোররাত ৩টার সময় বাঘাইহাট সেনা জোন থেকে একদল সেনা সদস্য ৩৫নং বঙ্গলতলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের শিশুতলি গ্রামে হানা দেয়। এ সময় সেনারা গ্রামের কার্বারির বাড়িসহ অন্তত ৪ জনের বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালায়।

যাদের বাড়িতে তল্লাশি চালানো হয় তারা হলেন- গ্রামের কার্বারি শান্তিময় চাকমা, রুবেল চাকমা (৩৯), পিতা- বিন্দু ভূষণ চাকমা, জিকো চাকমা (২৭), পিতা- পরান্তু চাকমা ও রাসেল চাকমা, পিতা- এ্যারেবু চাকমা।

তল্লাশি চালিয়ে অবৈধ কোন কিছু না পেয়ে সেনারা রুবেল চাকমা, জিকো চাকমা ও রাসেল চাকমাকে বাড়ির বাইরে উঠানে বের করে মারধর করে।

এসময় সেনারা রুবেল চাকমার স্ত্রী সঞ্চরিতা চাকমা ও গ্রামের আরেক বাসিন্দা রুপেন চাকমার স্ত্রী সুরদী চাকমার মোবাইল ফোন কেড়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

পরে চলে যাওয়ার সময় সেনারা জোনে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কার্বারী শান্তিময় চাকমাকে তাদের সাথে ডেকে নেয়। তবে তুচ্ছতাচ্ছিল্য ও অকথ্যভাষায় গালিগালাজ করার পর মাঝপথ থেকে তাকে ছেড়ে দেয় বলে জানা গেছে।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।








Post a Comment