""

বেতবুনিয়ায় সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত

বেতবুনিয়া এলাকায় সিএনজি ও পিকআপের সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি। সংগৃহিত ছবি

কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান পাড়ার কাছাকাছি মনারটেক আম বাগান এলাকায় সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন।

আজ শনিবার (২৬ এপ্রিল ২০২৫) সকাল সাড়ে দশটার দিকে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চার জন এবং হাসপাতালে নেয়ার পথে আরো দু’জন মারা যান। নিহতরা সবাই সিএনজির যাত্রী ছিলেন।

নিহতদের মধ্যে আমেশি মারমা (৩০) নামে একজন রয়েছেন। তিনি কলমপতি ইউনিয়নের ডাবুন্যাছড়া গ্রামের মংশিথোয়াই মারমার স্ত্রী। মুমূর্ষু অবস্থায় রাউজানের জে কে মেমোরিয়াল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। 

নিহত আমেশি মারমা হিল উইমেন্স ফেডারেশনের কাউখালি উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক পাইথুইমা মারমার আপন বড় বোন। ডাবুন্যাছড়াতে তাঁর বিবাহ হয়।

কাউখালীর ফটিকছড়ি ইউপির বৃহত্তর ডাবুয়া এলাকার বড়ইছড়িতে অবস্থিত মায়ের বাড়িতে আগামীকাল থেকে ধান কাটায় সহযোগিতা করার জন্য যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।

অপর হতভাগ্য চার যাত্রী সবাই বাঙালি। এদের মধ্যে তিনজন হলেন- চট্টগ্রামের রাউজানের চৌধুরী পাড়ার তোরাব আলী, রাঙামাটির কাউখালীর পশ্চিম মনারটেক এলাকার নুর নাহার ও চট্টগ্রাম হাটহাজারীর ছাত্তারঘাটের মাহমুদুর রহমান। এছাড়া অপর দু’জন হলেন জয়নাল আবেদীন ও মো. ইজাদুল।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







Post a Comment