""

গণতান্ত্রিক যুব ফোরামের লোগাং ইউনিয়ন শাখার ২য় কাউন্সিল সম্পন্ন



পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ ।। গণতান্ত্রিক যুব ফোরামের লোগাং ইউনিয়ন শাখার ২য় কাউন্সিল গতকাল শুক্রবার (১০ মে) সম্পন্ন হয়েছে। 

উদ্বোধনী সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

সংগঠনের পানছড়ি উপজেলা শাখার সভাপতি কৃপায়ন চাকমার সভাপতিত্বে ও সুর মঙ্গল চাকমার সঞ্চালনায় লোগাং এলাকায় কাউন্সিলে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) লোগাং এলাকার সংগঠক সাইক্লোন চাকমা , বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) পানছড়ি থানা শাখার সদস্য সুনিল চাকমা, হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) পানছড়ি শাখা সদস্য মিতালী চাকমা এবং জনপ্রতিনিধি ইউপি সদস্য সঞ্চয় চাকমা প্রমুখ ৷

কাউন্সিল অধিবেশন শুরুতে শহীদদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

বক্তারা অধিকার প্রতিষ্ঠা এবং সমাজ পরিবর্তনে যুব সমাজের ভুমিকা খুব গুরুত্বপূর্ণ উল্লেখ করে করে শাসক শ্রেণীর পাহাড় ও সমতলে সংখ্যালঘুদের ওপর জাতিগত বৈষম্য, জাতিগত দমন নিপীড়নের বিরুদ্ধে সকল যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার আহব্বান জানান ৷

বক্তারা অভিযোগ করে আরো বলেন, সরকার পার্বত্য চট্টগ্রামের ন্যায্য আন্দোলনকে দমিয়ে রাখার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে ৷ বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে আপোষহীন সংগঠন ইউপিডিএফ নেতাকর্মীদের খুন গুম, অন্যায় ধরপাকড় সহ মিথ্যা মামলা দিয়ে জেলে প্রেরণ করা হচ্ছে ৷ বক্তারা সরকারের এই সমস্ত কার্যকলাপের তীব্র নিন্দা জানান ৷

পরে দ্বিতীয় অধিবেশনে রিন্টু চাকমাকে সভাপতি, রতন ত্রিপুরাকে সাধারণ সম্পাদক ও উজ্জল চাকমাকে সাংগাঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয় ৷ নতুন কমিটির সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান যুব ফোরামের পানছড়ি থানা শাখার সাংগাঠনিক সম্পাদক সুর মঙ্গল চাকমা। পরে নতুন কমিটির সভাপতি রিন্টু চাকমার বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয় ৷
-----------------





0/Post a Comment/Comments