আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ২০১৯) সকালে দলীয় সংগীতের মাধ্যমে দলীয়
পতাকা উত্তোলন করা হয়।
এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় ইউপিডিএফের মহালছড়ি উপজেলা ইউনিটের সংগঠক
প্রজিত চাকমার সভাপতিত্বে ও দিগন্ত চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইউপিডিএফ
প্রতিনিধি প্রকাশ চাকমা। এতে আরো বক্তব্য রাখেন মহালছড়ি সদর ইউপি মেম্বার তান্টুমনি
তালুকদার, ক্যায়াংঘাট ইউপি’র সাবেক মেম্বার সুকেতন চাকমা, মাইসছড়ি ইউপির সাবেক মহিলা
মেম্বার মল্লিকা দেবী চাকমা প্রমুখ।
বক্তারা ইউপিডিএফের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে জুম্ম জনগণের অধিকার প্রতিষ্ঠার
আন্দোলন বেগবান করার আহ্বান জানান।
--------