""

বিলাইছড়ির ফারুয়ায় সেনাবাহিনী কর্তৃক এক গ্রামবাসীকে মারধরের অভিযোগ

রাঙামাটি, সিএইচটি নিউজ
রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়ায় সেনাবাহিনী কর্তৃক বাবুল মারমা, পিতা-আতুইসে মারমা নামে এক নিরীহ গ্রামবাসীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার (২৬ ডিসেম্বর ২০২০) দুপুর আনুমানিক ১:০০ টার সময় বিলাইছড়ির ফারুয়া ইউনিয়নের তক্তানালা সেনা ক্যাম্পের কমাণ্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার রমজান আলীর নেতৃত্বে একদল সেনা সদস্য পার্শ্ববর্তী জুম্ম বসতিতে গিয়ে কোনো কারণ ছাড়াই বাবুল মারমাকে মারধর করে।

সেনাবাহিনী কর্তৃক বিনা কারণে বাবুল মারমাকে মারধরের ঘটনায় তক্তানালা গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

উক্ত সেনা কর্মকর্তা ইতিপূর্বেও একাধিকবার নারীসহ জুম্মদের নানাভাবে হয়রানি, হেনস্থা ও নিপীড়ন করেছেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়রা জানান, গত ১১ নভেম্বর ২০২০ সেনাবাহিনীর এই সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ রমজান আলী সন্ধ্যার দিকে তক্তানালা দক্ষিণ পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়ে ১৭ বছরের এক তঞ্চঙ্গ্যা কিশোরীকে ১০ হাজার টাকায় ক্রয়ের প্রস্তাব দেন। এক পর্যায়ে মধ্যপ অবস্থায় উক্ত ওয়ারেন্ট অফিসার জোর করে ওই কিশোরীকে ক্যাম্পে নিয়ে যেতে চাইলে জনগণ বাধা দেয় এবং জনগণের সাথে ধস্তাধস্তিতে জড়িত হন। পরে মেয়েটি অনুষ্ঠান থেকে পালিয়ে গিয়ে এক আত্মীয়র বাড়িতে আশ্রয় গ্রহণ করে। (সূত্র: হিল ভয়েস)


সিএইচটি নিউজে প্রকাশিত/প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।





0/Post a Comment/Comments