""

রামগড়ে মিঠুন চাকমার ৩য় শহীদ বার্ষিকীতে পিসিপি’র স্মরণসভা

 রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ৩ জানুয়ারি ২০২১


ইউপিডিএফ নেতা ও পিসিপি’র সাবেক সভাপতি মিঠুন চাকমার ৩য় শহীদ বার্ষিকীতে খাগড়াছড়ির রামগড়ে স্মরণসভা করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) রামগড় উপজেলা শাখা।

আজ রবিবার (৩ জানুয়ারি ২০২১) সকাল ০৯ টায় রামগড় সদর এলাকায় এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

‘বিপ্লবের মৃত্যু নেই, বেঁচে থাকে অনন্তকাল বিপ্লবের চেতনায়’ এই স্লোগানে অনুষ্ঠিত স্মরণসভা শুরুতে শহীদ মিঠুন চাকমাসহ সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।  

স্মরণসভায় পিসিপির উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বাহাদুর ত্রিপুরার সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদক তৈমাং ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউপিডিএফ’র রামগড় ইউনিটের সংগঠক লালন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের উপজেলা সভাপতি অভি ত্রিপুরা, সদস্য রিতা চাকমা প্রমুখ।

বক্তারা বলেন, শহীদ মিঠুন চাকমা পার্বত্য চট্টগ্রামের জনগণের মুক্তির আন্দোলকে বেগবান করতে অক্লান্ত পরিশ্রম করে গেছেন। তিনি ছাত্র-যুব-নারীদের সংগঠিত করে অন্যায়, অবিচার, নির্যাতন ও ভূমি বেদখলের বিরুদ্ধে শাসকগোষ্ঠীর চোখ রাঙানিকে তোয়াক্কা না করে সোচ্চার ভূমিকা পালন করেছেন।

বক্তারা আরো বলেন, শাসকচক্র শহীদ মিঠুন চাকমাকে হত্যা করলেও তার চেতনায় লালিত জাতীয় মুক্তির স্বপ্নকে হত্যা করতে পারেনি। পার্বত্য চট্টগ্রামের ছাত্র-যুব নারীদের মাঝে তার লালিত চেতনা পথ প্রদর্শক হয়ে রয়েছে।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।






0/Post a Comment/Comments