""

দীঘিনালায় সেনাবাহিনী কর্তৃক চার ইউপিডিএফ সদস্যকে গ্রেফতার, ইউপিডিএফ’র নিন্দা

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ২ মার্চ ২০২১

খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনী কর্তৃক ইউপিডিএফের চার সদস্যকে গ্রেফতারের খবর পাওয়া গেছে।

আজ মঙ্গলবার (০২ মার্চ ২০২১) ভোররাতে উপজেলার বানছড়া (ফ্রেস বাজার) এলাকা থেকে দীঘিনালা জোনের সেনারা তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- গ্রেফতারকৃতরা হলেন- পুর্ণ জীবন চাকমা (৫০), পিতা- জীতেন্দ্র চাকমা, ২. সমর বিকাশ চাকমা (ভালা), বয়স: ৪২, পিতা-চন্দ্রদেব চাকমা, ৩. প্রত্যয় চাকমা (প্রীতি), বয়স:৪৫, পিতা- অরনন্দ চাকমা ও ৪. বিধু ভূষণ চাকমা (৪৮), পিতা- প্রিয় রঞ্জন চাকমা।

জানা যায়, আজ ভোররাত সাড়ে ৪টার সময় দীঘিনালা জোন থেকে একদল সেনা সদস্য বানছড়া এলাকায় হানা দেয়। এ সময় ঘুম থেকে তুলে উক্ত চার জনকে গ্রেফতার করে নিয়ে যায়। গ্রেফতারের পর তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।

ইউপিডিএফ-এর খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা এক বিবৃতিতে এ গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, পার্বত্য চট্টগ্রামে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন দমনের জন্য পরিকল্পিতভাবে ইউপিডিএফ’র ওপর রাজনৈতিক দমন-পীড়ন চালানো হচ্ছে। তারই অংশ হিসেবে নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার-নির্যাতন, মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারান্তরীণ রাখা হচ্ছে। এমনকি গণতান্ত্রিক কর্মসূচি পর্যন্ত পালন করতে দেওয়া হচ্ছে না।

তিনি গ্রেফতারকৃতদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা এখনো জানা যায়নি উল্লেখ করে তাদের জীবন নিয়ে আশঙ্কা প্রকাশ করেন।

অংগ্য মারমা অবিলম্বে গ্রেফতারকৃত চার ইউপিডিএফ সদস্যকে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানান। একই সাথে তিনি পার্বত্য চট্টগ্রামে অন্যায় ধরপাকড় বন্ধসহ সকল ধরনের মানবাধিকার লঙ্ঘন বন্ধের জোর দাবি জানান।





0/Post a Comment/Comments