""

পানছড়িতে সেটলার বাঙালিদের হামলায় অগ্রজ্যোতি ভান্তে গুরুতর আহত

পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ৩১ মে ২০২১

গুরুতর আহত অগ্রজ্যোতি ভান্তে
খাগড়াছড়ির পানছড়িতে সেটলার বাঙালি দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় গুরুতর আহত হয়েছেন পুজগাঙ প্রজ্ঞা সাধনা বনবিহারের (আগের নাম বিনয়পুর অরণ্য কুটির) অধ্যক্ষ অগ্রজ্যোতি ভান্তে। বর্তমানে তিনি খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ সোমবার (৩১ মে ২০২১) ভোররাত আনুমানিক পৌনে ২টার দিকে ৫/৬ জনের একদল সেটলার বাঙালি দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে প্রজ্ঞা সাধনা বনবিহারে গিয়ে অগ্রজ্যোতি ভান্তের উপর হামলা চালায়। সেটলাররা তাকে ধারালো দা দিয়ে কোপায় এবং রড দিয়ে আঘাত করে। এতে তিনি মাথায়, পেটে ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন।

পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কুটিরের জমি বেদখলের উদ্দেশ্যে সেটলাররা তার ওপর এমন নৃশংস হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।





0/Post a Comment/Comments