""

পক্ষীমুড়োতে ভূমি বেদখল ও বাড়ি ভেঙে দেয়ার প্রতিবাদে দীঘিনালায় তিন সংগঠনের বিক্ষোভ


দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ
 ।। সিন্দুকছড়ির পক্ষীমুড়োতে ভূমি বেদখলের ষড়যন্ত্র ও বাড়ি-ঘর ভেঙে দেয়ার প্রতিবাদে দীঘিনালায় বিক্ষোভ প্রদর্শন করেছে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) ও হিল উইমেন্স ফেডারেশন(এইচডব্লিউএফ) দীঘিনালা উপজেলা শাখা।

আজ সোমবার (১৪ জুন ২০২১) বিকাল ৩ টায় মিছিল পরবর্তী অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক নিকেল চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সদস্য মিনা চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের দীঘিনালা উপজেলার সভাপতি রিটেন চাকমা।


বক্তারা পক্ষীমুড়োতে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক জুম্ম গ্রামবাসীর বাড়ি ভেঙে দেয়ার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সরকার পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন নামে পাহাড়িদের নিজ বাস্তুভিটা থেকে উচ্ছেদের ষড়যন্ত্র চালাচ্ছে। শুধুমাত্র সিন্দুকছড়ি পক্ষীমুড়ো ভূমি বেদখল নয়, দীঘিনালায় মেরুং, বাবুছড়া সাধনা টিলা সহ কয়েকটি এলাকায় ভূমি বেদখল হচ্ছে।

বক্তারা আরও বলেন, পাহাড়ি জনগোষ্ঠীর জায়গা বেদখল করে সরকার উন্নয়ন করতে পারে না। সুতরাং, সরকারের ভূমি বেদখলের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে সিন্দুকছড়ি এলাকায় ভূমি বেদখলের ষড়যন্ত্র বন্ধের দাবি জানান।





0/Post a Comment/Comments