""

সিন্দুকছড়ির পক্ষীমুড়োতে ভূমি বেদখল ও বাড়ি ভেঙে দেয়ার বিরুদ্ধে বাঘাইছড়িতে প্রতিবাদ


বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
 ।। সিন্দুকছড়ির পক্ষীমুড়োতে ভূমি বেদখল ও জুম্ম গ্রামবাসীর বাড়ি ভেঙে দেয়ার বিরুদ্ধে রাঙামাটির বাঘাইছড়িতে গণপ্রতিবাদ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (১৫ জুন ২০২১) দুপুর ১২টায় অনুষ্ঠিত গণপ্রতিবাদ কর্মসূচিতে সম রঞ্জন চাকমার সঞ্চালায় বক্তব্য রাখেন দেব জ্যোতি চাকমা, জুয়েল চাকমা, কৃপাধন চাকমা ও সন্তুষ চাকমা।

বক্তারা সিন্দুকছড়ির পক্ষীমুড়োতে সেনা সদস্য দ্বারা সনে রঞ্জন ত্রিপুরা নামে এক জুম্ম গ্রামবাসীর নিজ জায়গায় নির্মিত বাড়ি ভেঙে দেয়া ও তার জায়গা বেদখল করার নিন্দা জানান। তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে জুম্ম জনগণের সাথে বিমাতাসূলভ আচরণ করা হচ্ছে। যার ফলে প্রতিনিয়ত ভূমি বেদখল ও উচ্ছেদের ঘটনা সংঘটিত হচ্ছে।

তারা পক্ষীমুড়োসহ সিন্দুকছড়ি এলাকায় ভূমি বেদখলের ষড়যন্ত্র বন্ধ করাসহ ক্ষতিগ্রস্ত জুম্ম গ্রামবাসীকে ক্ষতিপূরণ প্রদান ও তার বাড়িটি যথাস্থানে পুনঃনির্মাণের দাবি জানিয়েছেন।






0/Post a Comment/Comments