""

সাজেকে পিসিপি নেতা আটকের প্রতিবাদে বাঘাইছড়ি উপজেলায় বুধবার অর্ধদিবস সড়ক-নৌপথ অবরোধের ডাক

বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১৫ জুন ২০২১


বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)’র সাজেক থানা শাখার সভাপতি রুপায়ন চাকমাকে অন্যায়ভাবে আটকের প্রতিবাদে আগামীকাল বুধবার (১৬ জুন ২০২১) সাজেকসহ পুরো বাঘাইছড়ি উপজেলায় অর্ধদিবস শান্তিপূর্ণ সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ জুন ২০২১) রাতে পিসিপি’র সাজেক থানা শাখার সাধারণ সম্পাদক এল্টু চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি কালো বরণ চাকমা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে এই অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

বিবৃতিতে নেতৃদ্বয় অভিযোগ করে বলেন, মঙ্গলবার (১৫ জুন) সকালে সাজেকের মাচলং বাজার এলাকায় গুইমারা উপজেলার সিন্দুকছড়ির পক্ষীমুড়োতে ভূমি বেদখলের ষড়যন্ত্র ও সনেরঞ্জন ত্রিপুরার স্বীয় জায়গায় নির্মিত ঘর ভেঙ্গে দেয়ার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। মিছিল শেষে সমাবেশ চলাকালে বেলা সাড়ে ১১ টার দিকে মাচলং সেনা ক্যাম্প থেকে একদল সদস্য সেখানে গিয়ে  অতর্কিতভাবে সমাবেশের ওপর হামলা চালায়। এ সময়  সেনা সদস্যরা সমাবেশস্থল থেকে রুপায়ন চাকমাকে গ্রেফতার করে ও তার ওপর শারীরিক নির্যাতন চালায়। পরে তাকে মাচলং ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

বিবৃতিতে নেতৃদ্বয় আগামীকালের অর্ধদিবস সড়ক অবরোধ সফল করার জন্য সাজেকসহ বাঘাইছড়ি উপজেলার সর্বস্তরের জনগণ ও প্রশাসনের প্রতি সর্বাত্মক সহযোগিতা প্রদানের আহ্বান জানিয়েছেন।

এদিকে, সর্বশেষ খবরে জানা গেছে, আটক রুপায়ন চাকমাকে আজ সন্ধ্যার কিছু পরে বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।





0/Post a Comment/Comments