""

সনে রঞ্জন ত্রিপুরার বাড়ি ভেঙে দেয়ার প্রতিবাদে পক্ষীমুড়ো- ঠান্ডাছড়ি এলাকাবাসীর বিক্ষোভ


মহালছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
 ।। সিন্দুকছড়ির পক্ষীমুড়ো এলাকায় সেনাবাহিনী কর্তৃক সনে রঞ্জন ত্রিপুরার বাড়ি ভেঙে দেয়া ও ভূমি বেদখলের প্রতিবাদে আজ সোমবার (১৪ জুন ২০২১) বিক্ষোভ প্রদর্শন করেছে পক্ষীমুড়ো-ঠান্ডাছড়ি এলাকাবাসী।

বিক্ষোভকালে এলাকাবাসী ‘সেনা কর্তৃক সনে রঞ্জন ত্রিপুার বাড়ি ভাংচুর কেন, জবাব চাই’; ‘উন্নয়নের নামে ভূমি বেদখল বন্ধ কর, করতে হবে’ ইত্যাদি শ্লোগান লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

বিক্ষোভে অংশগ্রহণকারী এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা যুগ যুগ ধরে সিন্দুকছড়ির পক্ষীমুড়ো, ঠাণ্ডাছড়িসহ বিভিন্ন এলাকায় বসবাস করে জুমচাষ করে জীবিকা নির্বাহ করে আসছি। কিন্তু সাম্প্রতিক সময়ে আমাদের জুমচাষসহ চাষাবাদের জায়গা-জমি বেদখল করার নানা পাঁয়তারা চলছে। সনে রঞ্জন ত্রিপুরা তার নিজ জায়গায় বাড়ি নির্মাণ করলে গত শনিবার রাতের আঁধারে সেনাবাহিনীর সদস্যরা তার বাড়িটি ভেঙে পুরো বাড়ির সরঞ্জাম সরিয়ে নিয়ে গেছে। আর বর্তমানে সেনাবাহিনী কমিউনিটি ক্লিনিকের নামে তার জায়গাটিও দখলে নিয়েছে বলে তারা অভিযোগ করেন।

তারা পক্ষীমুড়ো এলাকায় ভূমি বেদখলের ষড়যন্ত্র বন্ধ করতে এবং সনে রঞ্জন ত্রিপুরার জায়গা ফেরত দিতে সরকার ও সংশ্লিষট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।





0/Post a Comment/Comments