""

পক্ষীমুড়োতে জুম্ম গ্রামবাসীর বাড়ি ভেঙে দেয়ার প্রতিবাদে মহালছড়িতে বিক্ষোভ প্রদর্শন


মহালছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ 
।। সিন্দুকছড়ি ইউনিয়নের পক্ষীমুড়োতে সেনাবাহিনী কর্তৃক জুম্মদের ভূমি বেদখল ও সনে রঞ্জন ত্রিপুরা নামে এক জুম্ম গ্রামবাসীর নির্মিত বাড়ি ভেঙে দেয়ার প্রতিবাদে মহালছড়িতে বিক্ষোভ প্রদর্শন করেছে এলাকাবাসী।

গতকাল রবিবার (১৩ জুন ২০২১) বিকালে বিক্ষোভ প্রদর্শনকালে তারা বিভিন্ন শ্লোগান লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

উল্লেখ্য, গত ১২ জুন রাত ১১টার দিকে মহালছড়ি জোনের একদল সেনা সদস্য পক্ষীমুড়োতে গিয়ে মহালছড়ি-সিন্দুকছড়ি রাস্তার পাশে সনে রঞ্জন ত্রিপুরার নিজ জায়গায় নতুন নির্মিত বাড়িটি ভেঙে দিয়ে বাড়ির খুটি, বেড়াসহ সবকিছু গাড়িতে করে নিয়ে যায়। পরদিন ১৩ জুন সেনাবাহিনী নিজেরাই তড়িঘড়ি করে সেখানে একটি ঘর নির্মাণ করে সেটিকে ‘কমিউনিটি ক্লিনিক’ নাম দিয়ে সনে রঞ্জন ত্রিপুরার জায়গাটি বেদখল করে নিয়েছে।





0/Post a Comment/Comments