""

সাজেকে ভূমি বেদখল বিরোধী সমাবেশ থেকে পিসিপি নেতা রুপায়ন চাকমাকে গ্রেফতার


সাজেক প্রতিনিধি
।। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচলং বাজার এলাকায় ভূমি বেদখল বিরোধী এক বিক্ষোভ সমাবেশ থেকে পাহাড়ি ছাত্র পরিষদের সাজেক থানা শাখার সভাপতি রুপায়ন চাকমাকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে আজ মঙ্গলবার (১৫ জুন ২০২১) সকালে মাচলং বাজার এলাকায় গুইমারা উপজেলার সিন্দুকছড়ির পক্ষীমুড়োতে ভূমি বেদখলের ষড়যন্ত্র ও জুম্ম গ্রামবাসীর বাড়ি ভেঙে দেয়ার বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। মিছিল শেষে সমাবেশ চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে মাচলং সেনা ক্যাম্প থেকে একদল সদস্য সেখানে গিয়ে অতর্কিতভাবে সমাবেশের ওপর হামলা চালায়। এ সময়  সেনা সদস্যরা সমাবেশস্থল থেকে রুপায়ন চাকমাকে গ্রেফতার করে ও তার ওপর শারীরিক নির্যাতন চালায়। পরে তাকে মাচলং ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে নানা জিজ্ঞাসাবাদ ও তার সাংগঠনিক পরিচয়সহ বায়োডাটা সংগ্রহ করা হয় বলে জানা গেছে।

পরে দুপুরে স্থানীয় জনপ্রতিনিধি, মুরুব্বী ও রুপায়নের অভিভাবকদের ক্যাম্পে ডেকে পাঠানো হলেও তাকে ছেড়ে দেওয়া হয়নি। তার বিরুদ্ধে পুরোনো মামলা রয়েছে দেখিয়ে তাকে বাঘাইছড়ি থানা পুলিশের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।






0/Post a Comment/Comments